ফলতার বুদা গ্রামে জ্বলন্ত খড়ের গাদায় মহিলার অগ্নিদগ্ধ দেহ! তদন্তে পুলিশ 

দক্ষিণ ২৪ পরগনার ফলতা (Falta South 24 Parganas) এলাকায় অজ্ঞাত পরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য! স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ ফলতা থানার (Falta Police Station) অন্তর্গত বুদা (Buda) গ্রাম থেকে কিছুটা দূরে নির্জন এক স্থানে আগুন জ্বলতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই দেখা যায় খড়ের গাদায় আগুন জ্বলছে আর সেখানেই এক মহিলা পড়ে রয়েছেন। খবর যায় পুলিশের কাছে। দ্রুত আগুন নিভিয়ে ওই মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর দেহের অনেকটা অংশ পুড়ে গেছিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।

বুদা গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন, মঙ্গলবার রাত পর্যন্ত এলাকায় সবকিছু ঠিকঠাকই ছিল। প্রাথমিক অনুমান ভোরের দিকে এই মহিলাকে খুন করে খড়ের গাদায় নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রমাণ লোপাট করার জন্য এমন কাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই কাজ একার পক্ষে করা সম্ভব নয়। একাধিক ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত। মহিলার পরিচয় জানার পাশাপাশি মৃত্যুর তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ (Falta Police) ।