Thursday, August 21, 2025

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড

Date:

Share post:

সবাই ভেবেছিল, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) অন্যতম সেরা ম্যাচ হতে চলেছে লাহৌরের এই সেমিফাইনাল। যে ম্যাচে মুখোমুখি দুরন্ত ফর্মে থাকা দুই দল – নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কার্যত কোনও লড়াই-ই হল না। দক্ষিণ আফ্রিকাকে (South Africa vs New Zealand) একপেশে ম্যাচে ৫০ রানে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। আর সেই সঙ্গে নিশ্চিত হয়ে গেল যে, রবিবার, ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

সাল ২০০০। নাইরোবিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেই ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতের অধিনায়ক। ফাইনালে ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন বেহালার বাঁহাতি। সৌরভের ১১৭ রানের পাশাপাশি ৬৯ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ওপেনিং পার্টনারশিপে ১৪১ রান যোগ করার পরেও ভারত মাঠ ছেড়েছিল খালি হাতে। ভারতের ২৬৪/৬ স্কোর ২ বল বাকি থাকতে হাতে ৪ উইকেট রেখে পেরিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। অল্পের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি সৌরভের হাতে ওঠেনি।
২৫ বছর ধরে যে যন্ত্রণা পুষে রেখেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আড়াই দশক আগের সেই শাপমোচন হবে দুবাইয়ে? এখন থেকে প্রার্থনা শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা।

এদিন নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল। জোড়া সেঞ্চুরি কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৩৬২/৬। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড রান।

জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৩১২/৯ স্কোরে আটকে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে কার্যত একক লড়াই করলেন ডেভিড মিলার। ৬৭ বলে ১০০ রানে অপরাজিত রইলেন কিলার মিলার। ইনিংসের শেষ বলে সেঞ্চুরি করলেন তিনি। তিনি ছাড়া রান পেয়েছেন রাসি ফান দার দাসেন (৬৬ বলে ৬৯)। তেম্বা বাভুমা ৫৬ রান করলেও ৭১ বল খেলে সমালোচনার মুখে।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...