Saturday, December 20, 2025

আলোচনায় বসতে হবে যাদবপুরের উপাচার্যকে, সময়সীমা বেঁধে ‘হুঁশিয়ারি’ বাম প্রতিনিধিদের

Date:

Share post:

ওয়েব কুপারের বার্ষিক সভায় অশান্তির পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বর্তমান পরিস্থিতি নিয়ে উপাচার্যকে আলোচনায় বসার সময়সীমা বেঁধে দিলেন বাম, অতিবাম সংগঠনের প্রতিনিধিরা। আন্দোলনরত পড়ুয়াদের তরফে কার্যত ‘হুঁশিয়ারি’ দিয়ে বলা হয়েছে বুধবার (৫ মার্চ) বিকেল চারটের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্ত (Bhaskar Gupta) যদি কথা না বলেন তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) উপর হামলার পর থেকে নানাভাবেই পরিস্থিতি উত্তপ্ত করে রাখতে চাইছে বিপ্লবী ‘মাকু’রা। একের পর এক ভুয়ো অভিযোগ আর মিথ্যাচার করে সাধারণ মানুষ এবং প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এবার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্যকেও ‘হুমকি’ দিতে পিছপা হলো না বাম সংগঠনের প্রতিনিধিরা।

গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বার্ষিক সভা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রথমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গাড়িতে হামলা, পড়ে বনেটে চড়ে দাপাদাপি বাম-অতিবাম পড়ুয়াদের। বারবার আলোচনায় বসতে চান ব্রাত্য। কিন্তু সমঝোতার রাস্তাতেই হাঁটতে চায়নি বিক্ষোভকারীরা। ঘটনায় আহত হন শিক্ষামন্ত্রী। আহত হন দুই আন্দোলনরত পড়ুয়া। তাঁদের মধ্যে একজন ইন্দ্রানুজ রায়। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, তাঁর চোখের উপর দিয়ে না কি শিক্ষামন্ত্রী গাড়ির চাকা চলে যায়। এই নিয়ে ছবিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল করে এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি। মঙ্গলবার তৃণমূলের আইটি সেল এর প্রধান দেবাংশু ভট্টাচার্য সেই ছবি দেখিয়ে প্রশ্ন করেন, এই ছবির ভিডিও কোথায়? সেদিন কোনও স্টিল ছবি পাওয়া যায়নি। সবই ভিডিও। সেই ভিডিও থেকেই এই স্টিল ছবিটি বানানো। বেশিরভাগ ভিডিও যা সংবাদমাধ্যমে পাওয়া গিয়েছে বা সমাজ মাধ্যমে পাওয়া গিয়েছে, সবই পাশ থেকে। সামনে থেকে পাওয়া এই ছবির ভিডিও কোথায়? ভিডিও দেখলেই স্পষ্ট হয়ে যাবে সেদিন কী ঘটেছিল। ইন্দ্রানুজের চোট নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেতা। বলেন, গাড়ির চাকা যদি চোখের উপর দিয়ে চলে গিয়ে থাকে, তাহলে শুধুমাত্র চোখের পাশে চারটি সেলাই পড়ল। কিন্তু কপাল, নাক, গালের হাড় অক্ষত থাকল কী করে! এর পরে ইন্দ্রানুজ মাস দেড়েক আগের একটি স্যোশাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে আসেন দেবাংশু। সেখানে ইন্দ্রানুজকে বলতে শোনা যায়, এসএফআই তাঁদের “লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে”। সিপিআইএমের এখনকার ব্লু আইড বয় ইন্দ্রানুজের এই অভিযোগ সম্পর্কে বাম ছাত্র সংগঠনের কী বক্তব্য এই প্রশ্নও তোলেন দেবাংশু। নিজেদের মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে বুঝতে পেরে তড়িঘড়ি উপাচার্যকে টার্গেট করে সময়সীমা বেঁধে আলোচনার কথা জানিয়েছেন বাম সংগঠনের প্রতিনিধিরা। যদিও তাঁদের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ রাজনৈতিক মহল। উপাচার্যের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

spot_img

Related articles

বিজয় হাজারে ট্রফির প্রস্তুতিতে সমস্যা বাড়ল বাংলা দলের

বিজয় হাজারে ট্রফি জয়ের লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলা। কিন্তু প্রথম দিন মাঠে যেতেই সমস্যার সম্মুখীন হতে...

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা...

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...