Sunday, August 24, 2025

হাতাহাতি থেকে খণ্ডযুদ্ধ। শেষে সাংসদরাই সংসদের (parliament) ভিতরে গ্রেনেড ছুঁড়লেন সার্বিয়ায় (Serbia)। সৌভাগ্যবশত ধোঁয়ার গ্রেনেড (granade) হওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে ইতিমধ্যেই তিন সাংসদ গুরুতর আহত হন, যার মধ্যে একজনের স্ট্রোক হয়ে যায় এই ‘হামলা’য়। দুর্নীতির প্রতিবাদে আন্দোলনকারীদের বিরোধী সাংসদদের সমর্থন দেখাতে এই কাণ্ড তাঁরা ঘটান সংসদের ভিতরে।

গত বছর সার্বিয়ায় (Serbia) একটি রেলস্টেশনে ছাদ ভেঙে পড়ার ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। তারপর থেকেই একের পর এক দুর্নীতি (corruption) ইস্যুতে আন্দোলনে উত্তাল হতে থাকে সার্বিয়া। আন্দোলনের প্রথম সারিতে নেতৃত্ব দেয় দেশের ছাত্রসমাজ। সার্বিয়ার প্রধান বিরোধী রাজনৈতিক জোট সেই আন্দোলনকে সমর্থন জানায়।

মঙ্গলবার সার্বিয়ায় বসন্ত অধিবেশনের সূচনা হয়। অধিবেশনের প্রথম দিনই দুর্নীতি ইস্যুতে আলোচনার প্রস্তাবে মান্যতা দেন স্পিকার। এরপরই দেখা যায় কিছু বিরোধী সাংসদ নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি করে স্পিকারের (Speaker) চেয়ারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে কয়েকজন সাংসদ স্মোক গ্রেনেড (smoke granade) ছোড়েন সংসদ কক্ষের ভিতরে। আবার রঙিন ফ্লেয়ার (flare) কক্ষের ভিতরেই জ্বালাতে দেখা যায় সাংসদদের। গোটা সংসদ কক্ষ ধোঁয়ায় ভরে যায়। অসুস্থ হয়ে পড়েন অন্তত তিন সাংসদ। তার মধ্যে একজন স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়লে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version