Sunday, November 16, 2025

৯৯ ঘা চাবুকের ভয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে ইরান গেলেন না রোনাল্ডো!

Date:

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের(champions league) শেষ ষোলোর প্রথম ম্যাচে খেলতে গেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাকে ছাড়াই ইরানের এস্তেঘালের বিরুদ্ধে খেলতে নামল তার দল আল নাসের। দলের পক্ষ থেকে রোনাল্ডোর না থাকার খবরে শিলমোহর দেওয়া হয়েছে। তবে কী কারণ সেটা জানা যায়নি। আল নাসের বা রোনাল্ডোর(ronaldo) পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, রোনাল্ডোর ইরানে খেলতে না যাওয়ার কারণ হচ্ছে সে দেশের আইন। যে আইনের জন্য রোনাল্ডোর শাস্তি হতে পারে।

এটা জানার জন্য ফিরে চলুন ২০২৩ সালে। সেপ্টেম্বর মাসে আল নাসের তেহেরানের ক্লাব পার্সপোলিশের মুখোমুখি হয়েছিল। রোনাল্ডো তেহেরানে খেলতে যাওয়ায় তাকে দেখতে আল নাসেরের হোটেলের বাইরে ভিড় করেছিলেন তেহেরানের ফুটবল সমর্থকরা। জনতার সংখ্যা এতটাই ছিল যে পরিস্থিতি সামাল দিতে পুলিশকে নামতে হয়েছিল।

সেই সময় রোনাল্দোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায় রোনাল্ডো ফতেমা হাম্মামি নাসরাবাদি নামে বিশেষভাবে সক্ষম এক মহিলা চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন। ইরানের আইন অনুযায়ী, এই ধরনের কাজ অশালীন এবং ইরানে এই ধরনের কাজকে স্বীকৃতি দেওয়া হয় না। একমাত্র নিজের স্ত্রীকে চুমু খাওয়া যায়। কেউ আইন ভাঙলে তাকে ৯৯ বার চাবুক মারার নিদান রয়েছে।

আল নাসের সরাসরি কিছু না বললেও তাদের পক্ষ থেকে এই ম্যাচটা ইরানের বদলে কোনও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই অনুরোধ মানা হয়নি। ফলে আল নাসেরকে ইরানে খেলতে যেতে হয়েছে। এই কারণে ম্যাচে নাম নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

 

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version