Thursday, August 28, 2025

পুরী থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা

Date:

বেড়াতে যাওয়ার আনন্দ মুহূর্তে পরিণত হলো বিভীষিকায়। পুরী (Puri) থেকে বর্ধমানে ফেরার পথে ১৬ নাম্বার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে যাত্রীবোঝাই ট্যুরিস্ট বাস। লরির সঙ্গে সংঘর্ষে জখম শিশুসহ ৩৬ জন। ১৪ জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার রাত প্রায় তিনটে নাগাদ ৭০ জন যাত্রী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল বাসটি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বাঁধগোড়া এলাকার কাছে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ রাখতে না পেরে জাতীয় সড়কে একটি লরির পেছনে ধাক্কা মারে বাসটি। সিট থেকে মাটিতে ছিটকে পড়ে যান যাত্রীরা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ (Narayangarh Police) । আহতদের উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাসযাত্রীদের অধিকাংশের বাড়ি পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, ও পশ্চিম বর্ধমান এলাকায়। যাঁদের আঘাত তুলনামূলকভাবে কম তাঁরা এখনও পর্যন্ত আতঙ্কের ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। দুর্ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় লরিচালক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরির খোঁজ চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ।

 

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version