Saturday, May 3, 2025

মালদহে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের মারধর: কলকাতায় তলব দুই স্কুলের পরীক্ষার্থীদের

Date:

পরীক্ষাকেন্দ্রের ঢোকার সময় তল্লাশিতে শিক্ষকদের মারধর। রেয়াত করা হয়নি শিক্ষিকাদেরও। অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু সংসদের। সংসদ সভাপতি দাবি করেন, এমন শাস্তি দেওয়া হবে যাতে অন্যত্র কোথাও কোনও পরীক্ষার্থী এই ধরনের কাজ করার সাহস না পায়। দুই স্কুলের ১৮-১৯ পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। আপাতত তাদের পরীক্ষা বাতিল (exam cancellation) নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা শেষ হলে তাদের কলকাতায় সংসদের (Higher Secondary Council) দফতরে ডেকে পাঠানো হয়েছে। সেখানেই তাদের শাস্তি ঘোষণা হবে।

মালদহের (Maldah) বৈষ্ণবনগরে পরীক্ষা দিতে আসা উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীরা তল্লাশির ‘প্রতিবাদ’ করে শিক্ষকদের নিগ্রহ করা থেকে মারধর করে বুধবার ইংরাজি পরীক্ষার আগে। এরপরই এই ঘটনায় তদন্ত শুরু করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (HS Council)। চামাগ্রাম হাইস্কুলের ৭ পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। সেই সঙ্গে কামদিতলা হাই মাদ্রাসার ১১ থেকে ১২ পরীক্ষার্থীকে এই ঘটনায় অভিযুক্ত হিসাবে চিহ্নিত করার কাজ চলছে। একটি কমিটি গঠন করে তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।  আপাতত তারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

তবে শুধু পরীক্ষার্থী নয়, সংসদ পদক্ষেপ নেবে দুই স্কুলের বিরুদ্ধেও। যে স্কুলে এই ঘটনা, সেই চামাগ্রাম হাই স্কুল ও পরীক্ষার্থীদের আরেক হাই মাদ্রাসাকেও শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে সংসদ। প্রাথমিকভাবে অনুমান, দুই স্কুলের ১৮-১৯ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের পথেই যাবে সংসদ।

উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা শেষ ২২ মার্চ। তারপরই এই পরীক্ষার্থীরা কলকাতায় সংসদের দফতরে দেখা করবে। সেখানেই তাদের শাস্তি শোনাবে সংসদ। পরীক্ষার্থীদের কোনও রকম বেনিয়মে জিরো টলারেন্স উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (HS Council), একথা বুধবারেই জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইটাহারের পরীক্ষাকেন্দ্রগুলি পর্যবেক্ষণে যান তিনি। সেখানে তিনি জানান, অভিযুক্ত ছাত্রদের উপর কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...
Exit mobile version