Sunday, November 2, 2025

মুখোমুখি বসুক: দেড়খানা উত্তর দিয়ে মুখ লুকানো সৃজনকে ১:১ বসার ডাক দেবাংশুর

Date:

অতিবামেদের যাদবপুর ‘আন্দোলন’কে হাতিয়ার করে নিজেদের দলে টানার চেষ্টা চালাচ্ছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI) ও সিপিআইএম (CPIM)। গোটা দেশের সব রাজনৈতিক দল রাজ্যের শিক্ষামন্ত্রীর গাড়ির উপর উঠে অসভ্যতা থেকে অধ্যাপকদের মারধরের ঘটনার নিন্দা করেছে। ব্যতিক্রম সিপিআইএম। সেই ইস্যুতে একের পর এক প্রশ্ন তুলেছেন তৃণমূল মিডিয়া সেল ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। সেই প্রশ্নের উত্তর দিতে অক্ষম এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। এবার প্রশ্নোত্তর ছেড়ে মুখোমুখি সৃজনকে বসার দাবি জানালেন দেবাংশু।

একের পর এক ভিডিও তুলে ধরে দেবাংশু প্রমাণ করে দিয়েছিলেন গাড়ির তলায় চাপা পড়ার বামেদের গল্প আদতে ছবির কারসাজি (morphed)। এরপরই এসএফআই (SFI) নেতা সৃজনকে পাঁচটি প্রশ্ন করেন দেবাংশু। রীতিমত সাংবাদিক বৈঠক করে সেই প্রশ্ন তুলে ধরেন তিনি। তার উত্তর দিতে পাল্টা সাংবাদিক বৈঠক করে উত্তর দেওয়ার চেষ্টা করেন সৃজন।

যদিও সেই উত্তরে সৃজন আরও একটি ভিডিও দেখিয়ে গাড়ির তলায় ইন্দ্রানুজ রায়ই ছিলেন। তা প্রমাণ করার চেষ্টা করেন। যদিও সেখানে সেই গাড়ির পিছনের ভিডিও-ই তুলে ধরা হয়েছে। গাড়ির সামনে পড়ে চাকার তলায় গিয়েছেন ইন্দ্রানুজ, এমন প্রমাণ সৃজন দেখাতে পারেননি। সেই সঙ্গে সৃজন দাবি করেন, মাওবাদী চিহ্নিত ইন্দ্রানুজ যেহেতু যাদবপুরের (Jadavpur Univeristy) ছাত্র হিসাবে নির্বাচনের দাবি জানিয়েছিল, তাই এসএফআই তাদের সমর্থন করেছে।

পাঁচ প্রশ্নের ইন্দ্রানুজকে সমর্থনের একটি উত্তর ও ভিডিও প্রকাশ করা অর্ধেক উত্তর দিয়ে চুপ করেছেন এসএফআই নেতা। এবার আর ভায়া-মিডিয়া বাকযুদ্ধ নয়, সামনাসামনি বসার বার্তা সোশ্যাল মিডিয়ায় দিলেন দেবাংশু। নিজের পোস্টে তৃণমূল মিডিয়া সেল ইন-চার্জ লেখেন, আমি যে ৫ টা প্রশ্ন ছুড়েছিলাম, সাংবাদিক সম্মেলনে প্রিয় সৃজনদা দেড় খানা প্রশ্নেরও উত্তর দিতে পারেননি। যে খান দেড়েক প্রশ্নের উত্তর দিয়েছে, সেগুলোরও কোনো মাথা মুন্ডু নেই! ঠিকাছে.. আরেকটা উত্তরের ভিডিও দিয়ে দিচ্ছি আজ। ফাইনাল কাউন্টার.. এরকম টম অ্যান্ড জেরি আর ভালো লাগছে না। সব থেকে বেস্ট হয় সৃজনদা (Srijan Bhattacharya) এর মধ্যে একদিন কোনো চ্যানেল বা পোর্টালে মুখোমুখি বসুক.. একদম ১:১.. সাথে সঞ্চালক! রোজ একটা করে প্রেস কনফারেন্স, পাল্টা প্রেস কনফারেন্স করে লাভ নেই; ভালোও লাগছে না! দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক.. কী বলেন বন্ধুরা?

Related articles

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...
Exit mobile version