Friday, November 28, 2025

ভুয়ো সার্টিফিকেটে পুলিশে চাকরি, কনস্টেবলদের থেকে নথি চাইল লালবাজার

Date:

Share post:

ভুয়ো সার্টিফিকেটে পুলিশে চাকরির তদন্ত! সার্টিফিকেট খতিয়ে দেখতে উদ্যোগ। কনস্টেবলদের থেকে নথি চাইল লালবাজার। চাওয়া হল কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সব নথি। আদিবাসী কল্যাণ সমিতির অভিযোগে অনুসন্ধান। অনুসন্ধানে কলকাতা পুলিশের CRO । ২০১২-তে কনস্টেবল নিয়োগ। ভুয়ো ST সার্টিফিকেটে নিয়োগের অভিযোগ।

প্রসঙ্গত, জাল তফসিলি জাতি (এসসি) ও তফসিলি জনজাতির সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ উঠেছে খোদ পুলিশ দফতরে? সপ্তাহখানেক আগে এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এস টি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশে চাকরির অভিযোগ উঠেছে।কলকাতা পুলিশে কর্মরত প্রায় ১০০ জন কনস্টেবল ভুয়ো তপসিলি উপজাতি (এসটি) শংসাপত্র দিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। ২০১২ সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে যে নিয়োগ হয়েছিল, তাতে এই ১০০ জন এসটি হিসেবে চাকরি পেয়েছিলেন।

অভিযোগ পাওয়ার পরই তদন্তের নির্দেশ জারি করা হয়েছিল। পশ্চিমবঙ্গ আদিবাসী কল‍্যাণ সমিতির পক্ষে থেকে প্রথম এই অভিযোগ তোলা হয়। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর এবং লালবাজারকে এই তথ্য জানায় তারা। লালবাজার জানিয়েছে, যারা ভুয়ো শংসাপত্র দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের ওই শংসাপত্র জমা দিতে বলা হবে। যেখান থেকে ওই শংসাপত্র প্রদান করা হয়েছিল, সেখানে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।

কলকাতা পুলিশের পাশাপাশি ভুয়ো শংসাপত্র নিয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও। এর আগে অন্যান্য দফতরে ভুয়ো শংসাপত্র দাখিল করে চাকরি পাওয়ার অভিযোগ উঠলেও পুলিশের নিয়োগে এমন অনিয়ম কখনও সামনে আসেনি।

 

 

spot_img

Related articles

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...

শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, উইকেন্ডেই ল্যান্ডফল অন্ধ্র উপকূলে!

ঘূর্ণিঝড় সেনিয়ারের খবরের মাঝেই বঙ্গোপসাগরে আরও এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের (cyclonic formation in Bay of Bengal) জন্ম।আইএমডির বুলেটিন অনুযায়ী...

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...