Wednesday, August 27, 2025

গোটা রেল ব্যবস্থাকে কার্যত কোমায় ঠেলে দিয়েছে বর্তমান রেলমন্ত্রক (Ministry of Railway)। একদিকে পরিষেবার হাল বেহাল। অন্যদিকে টিকিটের দামে নাভিশ্বাস যাত্রীদের। রেলে নিয়োগে ১.১৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তার জেরে এবার রেলের নিজেদের নজরদারিতেই উঠে এলো নিয়োগ দুর্নীতির তত্ত্ব। বাতিল (cancel) করে দেওয়া হল গ্রুপ-সি (Group-C) নিয়োগের পুরো প্যানেল।

রেলের গ্রুপ-সি (Group-C) নিয়োগের জন্য প্রতিটি ডিভিশনের আলাদা পরীক্ষা হলেও তা কেন্দ্রীয়ভাবে (Railway Recruitment Board) তত্ত্বাবধান করা হয়। এর আগেই এই নিয়োগের পরীক্ষায় বেনিয়ম নিয়ে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি পূর্ব মধ্য ডিভিশনের কয়েকজন আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই (CBI)।

এরপরই বুধবার রেলের তরফে সার্কুলার জারি করে গ্রুপ-সি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। রেলের সব ডিভিশনকে নির্দেশিকা দিয়ে জানানো হয় ৪ মার্চ পর্যন্ত গ্রুপ-সি (Group-c) স্তরে যে সব নিয়োগ বাকি রয়েছে, তা বাতিল (cancel) বলে ঘোষণা করা হল। এই নিয়োগ প্রক্রিয়া আবার পর্যবেক্ষণ করা হবে বলে সার্কুলারে জানানো হয়।

ইতিমধ্যেই রেলের নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ১.১৭ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে ২৬ রেল আধিকারিক। এই পরিস্থিতিতে প্রথমে নিয়োগ বাতিলের (cancel) পথে রেল। সেই সঙ্গে সার্কুলারে জানানো হল, যেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত কোনও নিয়োগ প্রক্রিয়া চালানো না হয়।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version