Tuesday, November 4, 2025

রেলের নিয়োগে কোটি কোটির দুর্নীতি: বাতিল গোটা গ্রুপ-সি প্যানেল

Date:

গোটা রেল ব্যবস্থাকে কার্যত কোমায় ঠেলে দিয়েছে বর্তমান রেলমন্ত্রক (Ministry of Railway)। একদিকে পরিষেবার হাল বেহাল। অন্যদিকে টিকিটের দামে নাভিশ্বাস যাত্রীদের। রেলে নিয়োগে ১.১৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তার জেরে এবার রেলের নিজেদের নজরদারিতেই উঠে এলো নিয়োগ দুর্নীতির তত্ত্ব। বাতিল (cancel) করে দেওয়া হল গ্রুপ-সি (Group-C) নিয়োগের পুরো প্যানেল।

রেলের গ্রুপ-সি (Group-C) নিয়োগের জন্য প্রতিটি ডিভিশনের আলাদা পরীক্ষা হলেও তা কেন্দ্রীয়ভাবে (Railway Recruitment Board) তত্ত্বাবধান করা হয়। এর আগেই এই নিয়োগের পরীক্ষায় বেনিয়ম নিয়ে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি পূর্ব মধ্য ডিভিশনের কয়েকজন আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই (CBI)।

এরপরই বুধবার রেলের তরফে সার্কুলার জারি করে গ্রুপ-সি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। রেলের সব ডিভিশনকে নির্দেশিকা দিয়ে জানানো হয় ৪ মার্চ পর্যন্ত গ্রুপ-সি (Group-c) স্তরে যে সব নিয়োগ বাকি রয়েছে, তা বাতিল (cancel) বলে ঘোষণা করা হল। এই নিয়োগ প্রক্রিয়া আবার পর্যবেক্ষণ করা হবে বলে সার্কুলারে জানানো হয়।

ইতিমধ্যেই রেলের নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ১.১৭ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে ২৬ রেল আধিকারিক। এই পরিস্থিতিতে প্রথমে নিয়োগ বাতিলের (cancel) পথে রেল। সেই সঙ্গে সার্কুলারে জানানো হল, যেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত কোনও নিয়োগ প্রক্রিয়া চালানো না হয়।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version