Thursday, August 28, 2025

গোটা রেল ব্যবস্থাকে কার্যত কোমায় ঠেলে দিয়েছে বর্তমান রেলমন্ত্রক (Ministry of Railway)। একদিকে পরিষেবার হাল বেহাল। অন্যদিকে টিকিটের দামে নাভিশ্বাস যাত্রীদের। রেলে নিয়োগে ১.১৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তার জেরে এবার রেলের নিজেদের নজরদারিতেই উঠে এলো নিয়োগ দুর্নীতির তত্ত্ব। বাতিল (cancel) করে দেওয়া হল গ্রুপ-সি (Group-C) নিয়োগের পুরো প্যানেল।

রেলের গ্রুপ-সি (Group-C) নিয়োগের জন্য প্রতিটি ডিভিশনের আলাদা পরীক্ষা হলেও তা কেন্দ্রীয়ভাবে (Railway Recruitment Board) তত্ত্বাবধান করা হয়। এর আগেই এই নিয়োগের পরীক্ষায় বেনিয়ম নিয়ে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি পূর্ব মধ্য ডিভিশনের কয়েকজন আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই (CBI)।

এরপরই বুধবার রেলের তরফে সার্কুলার জারি করে গ্রুপ-সি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। রেলের সব ডিভিশনকে নির্দেশিকা দিয়ে জানানো হয় ৪ মার্চ পর্যন্ত গ্রুপ-সি (Group-c) স্তরে যে সব নিয়োগ বাকি রয়েছে, তা বাতিল (cancel) বলে ঘোষণা করা হল। এই নিয়োগ প্রক্রিয়া আবার পর্যবেক্ষণ করা হবে বলে সার্কুলারে জানানো হয়।

ইতিমধ্যেই রেলের নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ১.১৭ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে ২৬ রেল আধিকারিক। এই পরিস্থিতিতে প্রথমে নিয়োগ বাতিলের (cancel) পথে রেল। সেই সঙ্গে সার্কুলারে জানানো হল, যেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত কোনও নিয়োগ প্রক্রিয়া চালানো না হয়।

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version