Monday, November 10, 2025

ডবল ইঞ্জিন রাজ্যে ৭৮ শতাংশ ভুয়ো রেশন কার্ড! বাংলায় নির্ভেজাল কার্ড ৯৬ শতাংশ

Date:

Share post:

বিজেপির মিথ্যের ফুলঝুরি ফের প্রকট হয়ে গেল। ফের ধরা পড়ে গেল ভাঁওতাবাজি। এতদিন ভুয়ো রেশনকার্ড (ration card) ইস্য়ুতে শুধু পশ্চিমবঙ্গকে দুষছিল কেন্দ্র। কিন্তু মোদি সরকারের রিপোর্টেই দেখা যাচ্ছে ভুয়ো রেশন কার্ডে ভর্তি বিজেপিশাসিত রাজ্যগুলিই। বাংলাই সবথেকে ভালো অবস্থানে রয়েছে বড় রাজ্যগুলির মধ্যে। বিজেপি-রাজ্যগুলিতে যেখানে ভুয়ো রেশন কার্ড (fake ration card) ৭৮ শতাংশ, সেখানে বাংলার মাত্র ৪ শতাংশ। ৯৬ শতাংশই আসল রেশন কার্ড। আর বিজেপি কি না বাংলার ঘাড়ে বন্দুক রেখে নিজেদের অকর্মণ্যতা ঢাকতে ব্যস্ত।

শুধু কি তাই, বিজেপি রাজ্যগুলি ই-কেওয়াইসিতেও (KYC) ফেল। একমাত্র রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গই ভুয়ো রেশন কার্ড ধরতে ১০০ শতাংশ ই-কেওয়াইসি করেছে। আর কোনও রাজ্য বাংলার ধারে-কাছে নেই। আর এই সব ছবি উঠে এসেছে মোদি সরকারের রিপোর্টে। রিপোর্ট প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে ভুয়ো (fake) রেশন কার্ডের (ration card) ‘পাহাড়’! বিজেপি শাসিত অরুণাচল প্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, উত্তরাখণ্ড, গোয়া, ত্রিপুরা থেকে শুরু করে এনডিএ-শাসিত সিকিম, মহারাষ্ট্র, বিহার— কোথাও ৭৮ শতাংশ ‘ডুপ্লিকেট’ (duplicate) রেশন কার্ড, তো কোথাও ৫৮ শতাংশ। আর বিজেপি শুধু বাংলাকে দুষে চলেছে।

রিপোর্ট দেখার পর ডাবল ইঞ্জিন রাজ্যগুলির প্রতিনিধিদের দিল্লিতে ডেকে অবিলম্বে ভুল শোধরানোর পরামর্শ দেয় কেন্দ্র। কিন্তু আদতে কাজের কাজ কিছু হয়নি। ভুয়ো রেশন কার্ড ধরতে ‘ই-কেওয়াইসি’ ব্যবস্থাও সে অর্থে চালু করেনি বিজেপিশাসিত রাজ্যগুলি। বিজেপির পোস্টার বয় যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ মাত্র ২৮ শতাংশ ই-কেওয়াইসি (KYC) করেছে। আর ত্রিপুরা ২ শতাংশ, অসম, মহারাষ্ট্র ১ শতাংশ করে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর, গোয়া তাও করেনি। আর মোদিরাজ্য? মোদিরাজ্য গুজরাতে ১৭ হাজার ৮৬১টি ভুয়ো কার্ড থাকা সত্ত্বেও সার্ভে হয়েছে মাত্র ১৫.৫৬ শতাংশ। অসম, বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশের অবস্থা তথৈবচ। অরুণাচলে ৭৮.২৮ শতাংশ ডুপ্লিকেট কার্ড। সিকিম ৬৮.৪, মহারাষ্ট্রে ৫৮.১৬, হরিয়ানায় ৫৩.১৮, গোয়ায় ৪৪.৩৮, রাজস্থানে ৪১.৫৩, উত্তরাখণ্ডে ৩৮.৫৬, অসমে ৩৫.৮৭, ওড়িশায় ৩৯.৪৬, ত্রিপুরায় ২৩.৮৮ ও বিহারে ২১.৭০ শতাংশ ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে।

একমাত্র বাংলায় মমতা বন্দ্যেপাধ্যায়ের উদ্যোগে আধার সংযুক্তিকরণ (link) সম্পূর্ণ। সার্ভেতে ৯৬ শতাংশ কার্ডই আসল বলে প্রমাণ হয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। অথচ তাঁদের নিজেদের রাজ্যেই পাহাড় প্রমাণ দুর্নীতি। কোনও ব্যবস্থাই নেয়নি কেন্দ্র।

spot_img

Related articles

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম, একনজরে তালিকা

এক লাফে বেশ কিছুটা বাড়ল বাংলার ডেয়ারির দুধের দাম (Bangla Dairy)। ৫৬ টাকা থেকে ৬০-এ পৌঁছল বাংলার ডেয়ারি...

শেষরক্ষা হল না: মৃত্যু SIR আতঙ্কে বিষপান করা আশার, চিকিৎসাধীন শিশুকন্যা

শেষরক্ষা হল না। মৃত্যু হল SIR আতঙ্কে বিষপান করা ধনিয়াখালির আশা সোরেনের (Asha Soren)। এখনও হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন...

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...