Tuesday, November 4, 2025

হাওড়া স্টেশন থেকে শিশুকন্যাকে অপহরণ! তদন্তে জিআরপি 

Date:

Share post:

জনবহুল স্টেশন থেকে শিশুকন্যা অপহরণ চাঞ্চল্যকর এই ঘটনা হাওড়া প্ল্যাটফর্মে (Howrah Station)। নিত্যদিন রেল বিভ্রাট আর দুর্ঘটনার খবরের মাঝে এবার শিরোনামে শিশু অপহরণের অভিযোগ। কোথায় নিরাপত্তা? কোথায় যাত্রী সুরক্ষা, প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। শোনা যাচ্ছে গত ৫ মার্চ ব্যস্ত হাওড়া স্টেশনে ভিড়ের মাঝখান থেকেই এক শিশু কন্যাকে অপহরণের ঘটনা ঘটেছে (Child girl kidnapped)। বিশেষ দল গঠন করে তদন্তে নেমেছে হাওড়া জিআরপি (GRP, Howrah)। সন্দেহের আঙুল ‘যাযাবর গোষ্ঠী’র দিকে।

ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়ায় দিনে – রাতে প্রচুর অবৈধ ব্যক্তি প্রবেশ করেন। মুখে নিরাপত্তার কথা বললেও বাস্তবে দেখা যায়, হাওড়া স্টেশনের সাবওয়ে থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত একাধিক চেকিং এর ব্যবস্থা থাকলেও সেগুলোর কোনও কার্যকরী প্রতিফলন নেই। এবার সেই ঘটনার মাশুল দিতে হলো এক শিশুকন্যাকে! জিআরপি (GRP) সূত্রে জানা গেছে যে গত বুধবার (৫ মার্চ) এই ঘটনা ঘটলেও, অপহৃত শিশুটির নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বিষয়টিকে প্রথমে প্রকাশ্যে আনা হয়নি। রেল পুলিশ সুপার জানিয়েছেন পুরোদমে তদন্ত শুরু হয়েছে। যেখানে প্রত্যেকদিন এত মানুষের সমাগম সেখানে শিশুর এভাবে অপহরণ হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক হাওড়া স্টেশনের এক রেল কর্মচারী জানান প্রত্যেকদিন বিনা টিকিটে যাতায়াত করা প্রচুর মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে রয়েছে ‘যাযাবর গোষ্ঠী’ও। তারা এর আগেও অনেক বহুমূল্য জিনিস চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। এবার শিশু অপহরণ কাণ্ডে এই যাযাবর গোষ্ঠীর হাত আছে কিনা সে দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে শিশুর নাম এবং তাঁর পরিবারের পরিচয় গোপন রাখা হয়েছে।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...