Saturday, August 23, 2025

জনবহুল স্টেশন থেকে শিশুকন্যা অপহরণ চাঞ্চল্যকর এই ঘটনা হাওড়া প্ল্যাটফর্মে (Howrah Station)। নিত্যদিন রেল বিভ্রাট আর দুর্ঘটনার খবরের মাঝে এবার শিরোনামে শিশু অপহরণের অভিযোগ। কোথায় নিরাপত্তা? কোথায় যাত্রী সুরক্ষা, প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। শোনা যাচ্ছে গত ৫ মার্চ ব্যস্ত হাওড়া স্টেশনে ভিড়ের মাঝখান থেকেই এক শিশু কন্যাকে অপহরণের ঘটনা ঘটেছে (Child girl kidnapped)। বিশেষ দল গঠন করে তদন্তে নেমেছে হাওড়া জিআরপি (GRP, Howrah)। সন্দেহের আঙুল ‘যাযাবর গোষ্ঠী’র দিকে।

ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়ায় দিনে – রাতে প্রচুর অবৈধ ব্যক্তি প্রবেশ করেন। মুখে নিরাপত্তার কথা বললেও বাস্তবে দেখা যায়, হাওড়া স্টেশনের সাবওয়ে থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত একাধিক চেকিং এর ব্যবস্থা থাকলেও সেগুলোর কোনও কার্যকরী প্রতিফলন নেই। এবার সেই ঘটনার মাশুল দিতে হলো এক শিশুকন্যাকে! জিআরপি (GRP) সূত্রে জানা গেছে যে গত বুধবার (৫ মার্চ) এই ঘটনা ঘটলেও, অপহৃত শিশুটির নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বিষয়টিকে প্রথমে প্রকাশ্যে আনা হয়নি। রেল পুলিশ সুপার জানিয়েছেন পুরোদমে তদন্ত শুরু হয়েছে। যেখানে প্রত্যেকদিন এত মানুষের সমাগম সেখানে শিশুর এভাবে অপহরণ হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক হাওড়া স্টেশনের এক রেল কর্মচারী জানান প্রত্যেকদিন বিনা টিকিটে যাতায়াত করা প্রচুর মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে রয়েছে ‘যাযাবর গোষ্ঠী’ও। তারা এর আগেও অনেক বহুমূল্য জিনিস চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। এবার শিশু অপহরণ কাণ্ডে এই যাযাবর গোষ্ঠীর হাত আছে কিনা সে দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে শিশুর নাম এবং তাঁর পরিবারের পরিচয় গোপন রাখা হয়েছে।

Related articles

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...
Exit mobile version