উৎক্ষেপণ হতে না হতেই বিস্ফোরণ, দুমাসের ব্যবধানে ফের ব্যর্থ মাস্কের স্টারশিপ

ব্যর্থ স্পেসএক্সের (Space X)অষ্টম উৎক্ষেপণ। টেক্সাসের মাটি থেকে শূন্যে ওড়ার কয়েক মুহূর্ত পরেই টুকরো টুকরো হয়ে গেল ধনকুবের এলন মাস্কের (Elon Musk) স্টারশিপ। লাইভ স্ট্রিমিং চলাকালীন দেখা যায় উৎক্ষেপণ হতে না হতেই ইঞ্জিন বন্ধ হয়ে যায় মহাকাশযানের। তখনই আশঙ্কা করা হচ্ছিল আর কয়েক মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ঘটতে পারে। হলও তাই। বাহমাসের আকাশে টুকরো টুকরো হয়ে গেল স্পেসশিপ।

৪০৩ ফুট দৈর্ঘের রকেট উৎক্ষেপনের পর প্রথম পর্যায়ে বুস্টারটি বিচ্ছিন্ন হয়ে লঞ্চপ্যাডে ফিরে আসে। মহাকাশে স্যাটেলাইট ছেড়ে আবারও ফিরে আসার কথা ছিল রকেটটির। তার আগেই মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ধ্বংস হয়ে যায় মাস্কের স্বপ্নের স্টারশিপ। রকেটের ধ্বংসাবশেষের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল। তবে উৎক্ষেপণ ব্যর্থ হলেও সফলভাবে ‘বুস্টার ক্যাচ’ সম্পন্ন করেছে SpaceX।