Tuesday, November 18, 2025

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন অ্যাসিড দুর্ঘটনা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্রী 

Date:

প্রাকটিক্যাল ক্লাস চলাকালীন অ্যাসিড গায়ে পড়ায় গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের (Raigunj University) এমএসসি প্রথম সেমিস্টারের ছাত্রী জুপিতা রাভা (Jupita Rava)। পড়ুয়ারা জানাচ্ছেন সেরিকালচার বিভাগের অধ্যাপক অমিত মণ্ডলের (Prof Amit Mondal অনুপস্থিতিতে স্কলার দীপাঞ্জন দাস ক্লাস নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এরপরই অধ্যাপকের অনুপস্থিতিতে ক্লাস করানো নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সালফিউরিক অ্যাসিডে (H2SO4) কীভাবে ছাত্রী এত মারাত্মকভাবে পুড়ে গেলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের কো অর্ডিনেটর সৌমেন সাহা জানান, অধ্যাপক অমিত মণ্ডল লিখিত ভাবে ছুটি নেন নি। অথচ তিনি ক্লাস নেন নি। এমনকি শহরেও নেই। তারমানে বিভাগীয় সিনিয়রকে না জানিয়ে অধ্যাপকের অনুপস্থিতিতে এত বড় দুর্ঘটনা ঘটেছে। এর দায় কে নেবে, প্রশ্ন তুলেছেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তপন নাগ। তাঁর অভিযোগ, ভিসি দীপক রায় সম্পূর্ণ অরাজকতা চালাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সালফিউরিক অ্যাসিডে পড়ুয়ার গুরুতরভাবে পুড়ে যাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সূত্রের খবর ওই ছাত্রী আপাতত স্থিতিশীল রয়েছেন। তাঁর পরিবার আসামে থাকে, তাঁদের খবর দেওয়া হয়েছে। এই বিষয়ে অধ্যাপক অমিত মন্ডল বলেন প্রাক্টিক্যাল ক্লাস চলাকালীন ল্যাবে অ্যাসিড দুর্ঘটনা হওয়া অসম্ভব নয়। বিষয়টি নিয়ে পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version