Saturday, August 23, 2025

বেসরকারিকরণের পথে কেরল সিপিএম, ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পিপিপি মডেলের পরামর্শ

Date:

বিজেপির মতো বেসরকারিকরণের পথেই হাঁটতে চলেছে কেরলের সিপিএম সরকার। কিছুদিন আগেই নীতিভ্রষ্ট হয়ে মোদি সরকারকে ফ্যাসিস্ট নয় বলে সওয়াল করেছিল কেরল সিপিএম। এবার ফের নীতিগতভাবে বড় পরিবর্তনের পথে হাঁটল তারা। সিপিএম লোকসানি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পুনরুজ্জীবনের রাস্তা থেকে পিছু হটছে। ধুঁকতে থাকা সংস্থাগুলিকে পিপিপি মডেলে পরিচালনার জন্য বেসরকারি সংস্থাগুলির কাছে হস্তান্তর করার দিকে পা বাড়াচ্ছে।

কেরল সিপিএমের রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ‘নভেল ওয়েজ টু নিউ কেরালা’ নীতিগত দলিলটি উপস্থাপিত করেছিলেন। সেখানে বলা হয়েছিল, সরকারকে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধার রাস্তা খুঁজে বের করতে হবে এবং জাতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ব্যবস্থাপনার জন্য চুক্তি স্বাক্ষর করতে হবে। সেজন্য যেকোনও ধরনের মূলধন বিনিয়োগকে সরকার অবশ্যই স্বাগত জানাবে, যদি তা কোনও শর্ত ছাড়াই আসে।

সেই দলিলে এমন কথা বলা হয়েছিল যে, কেন্দ্রীয় সরকারের কেরালা-বিরোধী অবস্থানের পরিপ্রেক্ষিতে, অতিরিক্ত সম্পদ সংগ্রহ ছাড়া রাজ্য এগিয়ে যেতে পারে না। জনগণের কাঁধে অতিরিক্ত বোঝা চাপিয়ে না দিয়ে, সরকারকে এটি অর্জনের উপায়গুলি বিবেচনা করতে হবে। এর জন্য, বেসরকারি সংস্থা এবং সমবায় ক্ষেত্রগুলি ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত সম্পদ সংগ্রহের জন্য এনআরআই বিনিয়োগের বিষয়টিও সরকারকে বিবেচনা করতে হবে। নতুন কেরালা নথিতে সিপিএম বেসরকারি পুঁজির দিকে ঝোঁকার ইঙ্গিত দিয়েছিল। নথিতে উচ্চশিক্ষা খাতে বেসরকারি বিনিয়োগ টানার আহ্বানও জানানো হয়েছিল। এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় কেরল সরকার। এবার স্বাস্থ্য ও পর্যটন-সহ বিভিন্ন খাতে বেসরকারি পুঁজির পক্ষে আওয়াজ তোলে কেরলের সিপিএম সরকার।

এছাড়াও অনেক ক্ষেত্রে কর বৃদ্ধি বাস্তবায়িত করার কথাও জানানো হয় ওই নথিতে। তারা মনে করে, বাঁধ থেকে বালি উত্তোলনের সম্ভাবনাও পরীক্ষা করা উচিত।
এই নথিতে বলা হয়েছে, সরকারের উচিত সেস আরোপের সম্ভাবনা বিবেচনা করা। সমাজের ধনীশ্রেণিদের বিনামূল্যের জিনিসপত্র প্রদানের বিষয়টিও পুনর্বিবেচনা করা উচিত

শুক্রবার সংবাদমাধ্যমকে ব্রিফিংয়ে দলের রাজ্য সম্পাদক এমভি গোবিন্দন বলেন, এগুলো কেবল প্রস্তাব এবং বাস্তবায়নের আগে এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন- রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন অ্যাসিড দুর্ঘটনা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্রী 

 

 

 

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version