Monday, November 10, 2025

ভারতের বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন অশ্বিন, একহাত নিলেন সমালোচকদের

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে ভারতীয় দল। দুবাইয়ে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। এই অভিযোগ করেছেন অনেক বিদেশি প্রাক্তন ক্রিকেটার। অভিযোগ করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা। যদিও এই নিয়ে মুখ খুলেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও সমালোচকদের ধুয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। আর এবার সমালোচকদের ধুয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “যখন সাংবাদিক সম্মেলনে আমাদের কোচ, ক্যাপ্টেনকে ‘বাড়তি সুবিধা’ নিয়ে প্রশ্ন করা হয়, তখন হাসি পায়। ২০০৯ সালের দক্ষিণ আফ্রিকা এক জায়গায় সব ম্যাচ খেলেছিল। তবু ফাইনালে উঠতে পারেনি। সবার মেনে নেওয়া উচিত ভারত খুব ভালো ক্রিকেট খেলছে এবং সেই জন্যই ফাইনালে খেলছে। ভারত শেষবার দুবাইয়ে খেলেছিল কোভিডের সময়। তারপর নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সবাই খেলেছে।“ এখানেই না থেমে অশ্বিন ইংল্যান্ডকে খোঁচা দিয়ে বলেন, “ একটা দল ভারতের কাছে ৪-০ ব্যবধানে হেরেছে। তারপর পিচ নিয়ে একটা গল্প তৈরি করেছে। আমাদের খেলোয়াড়দের দিকে কাদা ছুড়ছে। অনেক ভারতীয়, এই গল্পের ফাঁদে পা দিচ্ছেন। দয়া করে, এই গল্পে বিশ্বাস করবেন না।”

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলছে ভারত। যেখানে অন্য দলগুলোকে পাকিস্তান থেকে দুবাই সফর করতে হচ্ছে। তাতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ, রয়েছে কি বৃষ্টির সম্ভাবনা? কি বলছে আবহাওয়া ?

 

 

 

 

 

Related articles

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...
Exit mobile version