আজ ঘরের মাঠে গোয়া ম্যাচ জিতে উৎসবে মাততে মরিয়া মোহনবাগান

মানোলো মার্কুয়েজের গোয়া লিগে সেকেন্ড বয়। লিগের সেরা দুই দলের মধ্যে পাঁচ পয়েন্টের ব্যবধান।

লিগ-শিল্ড জয় আগেই হয়ে গিয়েছে। এখন শুধু বাকি সেলিব্রেশন। আর শনিবার যুবভারতীতে লিগের শেষ ম্যাচে এফসি গোয়াকে হারিয়েই শিল্ড জয়ের সেলিব্রেশন করতে চায় মোহনবাগান। এফএসডিএল-এর তরফে আজই জেসন কামিন্সদের হাতে শিল্ড তুলে দেওয়া হবে। টিফো, ব্যানারে যুবভারতী ভরাবেন সবুজ-মেরুন সমর্থকরাও।

মানোলো মার্কুয়েজের গোয়া লিগে সেকেন্ড বয়। লিগের সেরা দুই দলের মধ্যে পাঁচ পয়েন্টের ব্যবধান। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখে দুই ম্যাচ হাতে রেখেই লিগ-শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পাকা গোয়ার। দর্শকপূর্ণ যুবভারতীতে দিমিত্রি পেত্রাতোসদের উৎসবে চোনা ফেলতে চাইবেন মানোলোর ছেলেরা। গোয়ার মাঠে প্রথম পর্বে হেরেছিল মোহনবাগান। তাই ঘরের মাঠে জবাব দেওয়ারও ম্যাচ মনবীর সিংদের কাছে। ছুটিতে যাওয়ার আগে শেষ ম্যাচে জয়ের সরণিতে ফিরতে মরিয়া মোহনবাগান।

কার্ড ও চোট সমস্যায় অধিনায়ক শুভাশিস বসু, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশীকে পাওয়া যাবে না। তিনটি হলুদ কার্ড থাকায় গোলমেশিন জেমি ম্যাকলারেনকে আজ বিশ্রাম দেবেন কোচ জোসে মোলিনা। কারণ, চারটি হলুদ কার্ড হয়ে গেলে সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না জেমি। তাই অস্ট্রেলীয় বিশ্বকাপারকে নিয়ে ঝুঁকি নিচ্ছেন না মোহনবাগান কোচ। তবে মোলিনার হাতে বিকল্প রয়েছে। তাই চিন্তা নেই সবুজ-মেরুনের।

মাঝমাঠে জুটি বাঁধতে পারেন অনিরুদ্ধ থাপা ও আপুইয়া। দুই উইংয়ে যথারীতি লিস্টন ও মনবীর। আক্রমণভাগে গ্রেগ স্টুয়ার্ট ও কামিন্সের জুটি শুরু করতে পারে। পরিবর্ত হিসেবে আসতে পারেন দিমিত্রি। রক্ষণে দুই সেন্ট্রাল ফরোয়ার্ড টম অলড্রেড ও আলবার্তো রডরিগেজ। লেফট ব্যাকে খেলতে পারেন আশিক কুরুনিয়ন।

উৎসবের ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে কোচ মোলিনা বললেন, ‘‘এই ম্যাচের ফলাফল লিগ টেবলে কোনও বদল আনবে না। তাই আমাদের জন্য এটা খুব ভাল। তবে আমরা ম্যাচটা জিততে পারলে সেলিব্রেশনটা জমবে। কয়েকজন খেলোয়াড়কে এই ম্যাচে আমরা পাব না। তবে আমাদের বেশ অন্যান্য ভাল খেলোয়াড় রয়েছে যারা মাঠে সেরাটা দেওয়ার জন্য তৈরি।’’

৫৩ পয়েন্টে দাঁড়িয়ে থাকা মোহনবাগানের সামনে আরও একটা নজির গড়ার হাতছানি। জাতীয় লিগ থেকে আজ পর্যন্ত ভারতের প্রথম ক্লাব হিসেবে সর্বোচ্চ লিগে ১০০০ পয়েন্টে পৌঁছনোর সুযোগ সবুজ-মেরুনের সামনে। মোলিনা বললেন, ‘‘আমরা আইএসএলের প্রথম দল হিসেবে ৫০ পয়েন্ট অতিক্রম করেছি। ঘরের মাঠে সমর্থকদের সামনে গোয়াকে হারিয়ে ৫৩ থেকে ৫৬ পয়েন্টে পৌঁছতে চাই। এটাই আমাদের মোটিভেশন। ”ওড়িশা ম্যাচে গোল করে দলকে শিল্ড জিততে সাহায্য করেছিলেন দিমিত্রি। বললেন, ‘‘লিগের শেষ ম্যাচেও গোল করে দলকে জেতাতে পারলে খুশি হব।”

আরও পড়ুন- কোন পিচে হচ্ছে ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ? জানাল আইসিসি