Monday, May 19, 2025

ফেডারেশনের স্বাস্থ্যশিবিরের দ্বিতীয় দিনে টেকনিশিয়ান্স স্টুডিওতে ইন্দ্রনীল, FCTWEI-কে ধন্যবাদ শিবপ্রসাদের

Date:

Share post:

টলিপাড়ার (Tollywood) কলাকুশলীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। ৮ মার্চ শনিবার এই শিবিরের প্রথম দিনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), বিশিষ্ট সাংবাদিক ও রাজ্যসভার প্রাক্তন সংসদ কুণাল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়রা। দ্বিতীয় দিনে স্বাস্থ্য পরীক্ষা শিবির ঘুরে দেখলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। ফেডারেশন যেভাবে কলাকুশলীদের স্বাস্থ্যের কথা ভেবে তাঁদের জন্য এই উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেক টেকনিশিয়ানের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা, হার্ট চেকআপ, চক্ষু পরীক্ষাসহ নানা ধরনের প্যাথলজিকাল চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তার প্রশংসা করলেন ইন্দ্রনীল।

স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty), লাবনী সরকার, পরিচালক অরিন্দম শীল, শিবপ্রসাদ মুখোপাধ্যায়রা।

‘বহুরূপী’ (Bahurupi) পরিচালক বলেন, টলিপাড়ায় টেকনিশিয়ানরা দিনের পর দিন রাতের পর রাত নিজেদের সংসার পরিবার সব ভুলে কাজ করেন। অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়ার সময়টুকু পর্যন্ত পান না। নিজের সন্তানের বড় হয়ে ওঠা দেখা বা পরিবারের সঙ্গে সময় কাটানো কিছুই হয় না। কর্তব্যে অবিচল থাকেন তাঁরা। তাই এই টেকনিশিয়ানদের ভালো রাখার, সুস্থ রাখার জন্য ফেডারেশনের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন এক অভাবনীয় উদ্যোগ। তিনি বলেন, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি পর্যন্ত কলকাতার FCTWEI -এর কাজের প্রশংসা করে। মঞ্চে শিবু (Shiboprasad Mukherjee) বলেন, ২৬টা গিল্ডের খুঁটিনাটি খেয়াল রাখা থেকে তাদের আবেগকে গুরুত্ব দেওয়া, পাশে থাকার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অবিচলভাবে পালন করে চলেছে এই ফেডারেশন এবং সভাপতি স্বরূপ বিশ্বাস, যা নিঃসন্দেহে কুর্নিশ যোগ্য।

 

spot_img

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...