Thursday, November 6, 2025

ছুঁয়েই দেখব না: মহাকুম্ভের জল নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ ঠাকরের

Date:

মহাকুম্ভে (Mahakumbh) জলদূষণ নিয়ে কড়া বার্তা দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। তা নস্যাৎ করে ব্যবসা চালিয়ে যেতে একের পর এক মিথ্যার জাল বুনেছে যোগী সরকার। এবার সেই জল নিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) প্রধান রাজ ঠাকরে (Raj Thackeray)। ওই জল তিনি স্পর্শই করবেন না বলে দাবি করেন। সেই সঙ্গে বিশ্বাস ও কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝে বিজেপির মহাকুম্ভ প্রচারে চড়া সমালোচনা করেছেন রাজ।

দলের প্রতিষ্ঠা দলীয় কর্মীদের উদ্দেশে রাজ ঠাকরে দাবি করেন, অনেকেই তাঁকে জানিয়েছেন মহাকুম্ভ থেকে ফেরার পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। সেই প্রসঙ্গেই উল্লেখ করেন, কোনওভাবেই তিনি এমন কোনও জল স্পর্শ করবেন না যেখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করছেন। স্নানের সময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার অঙ্গভঙ্গিমাও করেন তিনি। এই প্রসঙ্গে নিজের উদাহরণ দেন তিনি। জানান, তাঁর পরিচিত ব্যক্তি তাঁকে মহাকুম্ভের (Mahakumbh) জল খাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি জলগ্রহণ করতে প্রত্যাখ্যান করেন। জানিয়ে দেন, আমি ওই নোংরা জল স্পর্শ করব না।

একাধিক দেশের উদাহরণ টেনে রাজ ঠাকরে (Raj Thackeray) দাবি করেন, অন্যান্য দেশে নদীকে মা বলে অভিহিত করা হয় না। তা সত্ত্বেও সেখানে নদী কত পরিষ্কার ও দূষণমুক্ত। সেই উদাহরণ টেনে দেশবাসীকে কুসংস্কারমুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, অতিসম্প্রতি আমরা করোনা পরিস্থিতি পার করেছি। তারপরেও কারো কোনও ভ্রূক্ষেপ নেই। কুম্ভমেলায় দলে দলে জড়ো হচ্ছেন ডুব (dip) দিতে। বিশ্বাস আর কুসংস্কারের মধ্যে পার্থক্য বুঝুন। অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসুন ও চিন্তাভাবনা শুরু করুন।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version