একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিচ্ছে কেন্দ্র। ইচ্ছামতো কমিয়ে দেওয়া হচ্ছে বরাদ্দের অংশ। যার প্রভাব পড়ছে রাজ্য়ের বাজেট পরিকল্পনায়। সোমবার বিধানসভার বাজেট অদিবেশেনের দ্বিতীয় পর্বের সূচনায় পরিসংখ্যান দিয়ে একথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সোমবার বিধানসভায় অতিরিক্ত ব্যয় মঞ্জুরি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। চলতি আর্থিক বছরে ২০ হাজার ৯৩২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী। বিজেপি বিধায়ক ও অর্থনীতিবিদ অশোক লাহিড়ী অতিরিক্ত বরাদ্দ নিয়ে সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিভিন্ন দফতরে এত বিপুল পরিমাণ খরচ হল কেন? এর কারণ জানানো উচিত সরকারের। তিনি বলেন লক্ষীর ভান্ডার প্রকল্পেই ৬৫৮৯ কোটি টাকা বাড়তি খরচ করেছে সরকার। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা খরচ হতে পারে এটা কি সরকারের আগাম কোনও পরিকল্পনা ছিল না?’ এর জবাবে পাল্টা তোপ দাগেন অর্থমন্ত্রী। তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পগুলিতে টাকা আটকে রেখেছে। ওইসব প্রকল্পের টাকা রাজ্যকে দিতে হচ্ছে। সেই কারণে বাড়তি খরচ করতে হয়েছে সরকারকে। খাদ্য নিরাপত্তা খাতে ঠিকমতো টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বিপর্যয় মোকাবিলা খাতেও টাকা দিতে কেন্দ্র গড়িমসি করে। অশোক লাহিড়ীর প্রশ্নের জবাবে চন্দ্রিমা বলেন, ‘লক্ষীর ভান্ডারে এ রাজ্যে কোন শর্ত নেই। কিন্তু অন্য রাজ্যে লক্ষ্মীর ভান্ডার চালু করে শর্ত চাপানো হয়েছে। এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা কত হবে তা বলা যায় না সেই কারণেই বাড়তি টাকা খরচ করতে হয়েছে।’ আলোচনার পর এই প্রস্তাব গৃহীত হয়েছে বিধানসভায়।

আরও পড়ুন- জাতীয় গ্রন্থাগারের বেহাল দশা, বিধানসভায় কেন্দ্রকে তুলোধনা

_
_

_

_

_

_

_

_

_