ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions’ Trophy) জেতায় গোটা দেশ জুড়ে রবিবার অনেক রাত পর্যন্ত হয়েছে উচ্ছ্বাস। কোথাও মিছিল, কোথাও শোভাযাত্রা, কোথাও বাজির রোশনাইতে মেতেছেন ভারতীয়রা। এরকমই উচ্ছ্বাস করতে গিয়ে বিপত্তি মালদহে (Maldah)। বাজির ফুলকি (fire cracker) থেকে আগুন লেগে যায় হকার্স মার্কেটে। যদিও দমকলের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার এড়ানো গিয়েছে।
রবিবার রাতে ভারতের জয়ের পরে মালদহ হকার্স মার্কেট (hawkers market) মোড়ে বাজি উৎসবের মাতেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন ধরনের স্থানীয় বাজি ফাটানো হচ্ছিল। সেই সময়ই হঠাৎ হকার্স মার্কেটের ভিতরে আগুন জ্বলতে দেখা যায়। বাজির (fire cracker) ফুলকি উড়ে গিয়ে পড়ে হকার্স মার্কেটের (hawkers market) ভিতরে পড়াতেই আগুন লেগে যায়, এমনটাই অনুমান প্রাথমিক তদন্তে। দ্রুত সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা খবর দেন দমকলে।
দমকলের (fire brigade) একটি ইঞ্জিনের চেষ্টাতেই অল্প সময়ের মধ্যে সেই আগুন নিভে যায়। তবে বেপরোয়া বাজি (fire cracker) ফাটানোর ঘটনায় কোনও নিয়ন্ত্রণ বা নজরদারি ছিল কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনায় হকার্স মার্কেটের দু তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
–
–
–
–
–
–
–
–