চলন্ত অবস্থায় বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে। ব্যস্ত সময়ে জনবহুল এলাকায় বাসে (bus) আগুন লেগে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চালক (driver) বাসটি মাঝরাস্তায় রেখে পালিয়ে বাঁচার চেষ্টা করলে তিনিও আহত হন। দ্রুত পালাতে গিয়ে ও ধোঁয়ায় অন্তত তিনজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে।

জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে মালবাজারগামী একটি সরকারি বাস সোমবার ময়নাগুড়ির (Maynaguri) সুভাষনগরের কাছে আসতেই বিপত্তি হয়। বাসের চালক (driver) আচমকা ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন। দ্রুত বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নামতে গিয়ে আহত হন কিছু যাত্রী।

ঘটনাস্থলের কাছেই সুভাষনগর হাইস্কুল ও অনেক দোকানপাট থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ততক্ষণে আগুন লেগে যায় সরকারি বাসটিতে (government bus)। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসের চালক ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের (short circuit) জেরে আগুন লাগার ঘটনা ঘটে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মেলে এদিনের ঘটনায়।

–

–

–

–

–

–

–

–
