Sunday, January 11, 2026

চড়া হারে সুদে গান পয়েন্টে টাকা দাবি, নদিয়ায় আত্মঘাতী কৃষক

Date:

Share post:

দেনার দায়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে, যা উদ্বেগ বাড়াচ্ছে মনস্তত্ত্ববিদদেরও। তবে সুদখোরদের নিয়ন্ত্রণে উপযুক্ত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে তৎপর রাজ্য প্রশাসনও। যদিও গ্রামীণ এলাকায় সুদের হার (interest rate) এক একটি ক্ষেত্রে এত চড়া, যা মৃত্যুর মুখে সাধারণ মানুষকে ঠেলে দিতে কোনও কসুর করছে না। এবার নদিয়ার চাপড়ায় সুদে (interest) ধার করা টাকা ফেরাতে না পেরে আত্মঘাতী হলেন এক কৃষক। ঘটনায় জোর করে জমি (Land) ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে ঋণদাতার বিরুদ্ধে।

নদিয়ার (Nadia) চাপড়া থানার গোখুরপোতা গ্রামের বাসিন্দা মকবুল হোসেন। তাঁর স্ত্রী এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান হওয়ায় স্থানীয়দের মধ্যে তার যথেষ্ট সম্মান ছিল। পরিবার সূত্রে জানা যায়, গতবছর মে মাসে তিনি এক ঋণদাতার থেকে ৬০ হাজার টাকা ধার (loan) নিয়েছিলেন। পরবর্তীকালে সেই টাকা সুদ (interest) সহ তিন লক্ষ টাকা হয়ে দাঁড়ায়, সুদের হার (interest rate) এতই চড়া ছিল।

জানা যায়, এর মধ্যে কিছু টাকা শোধ করেছিলেন মকবুল। তবে চড়া হারে সুদে (interest rate) সেই ৬০ হাজার টাকা বেড়ে ৭ লক্ষ টাকা হয়ে যায়। ঋণদাতা মকবুলকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দেয়। মকবুল রাজি না হওয়ায় তার মাথায় বন্দুক (gun) ঠেকিয়ে জমি লিখে নেয় বলে অভিযোগ। এরপরই আত্মঘাতী হন মকবুল। তাঁর মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় গ্রামবাসীরা।

মকবুলের পাশে উদ্ধার হয় সুইসাইড নোট, যেখানে মৃত্যুর কারণ হিসাবে ঋণদাতাদের (usurer) নাম উল্লেখ করেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয়রা দাবি করেন যারা চড়া হারে সুদ (interest rate) নিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। সেই সঙ্গে এইধরনের সুদের কারবার বন্ধ করতে হবে প্রশাসনকেই।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...