Saturday, August 23, 2025

হাতজোড় করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন ওমপ্রকাশ, ক্যাম্পাসে সাদা পোশাকে কলকাতা পুলিশ!

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে অশান্তির পরে সোমবার নিজের বিভাগে ঢুকলেন ওমপ্রকাশ মিশ্র (Om Prakash Mishra)। তাঁকে ঢুকতে বাধা দিয়ে প্ল্যাকার্ট হাতে দাঁড়িয়ে থাকেন একদল ছাত্র-ছাত্রী। হাতজোড় করে সেই বাধা পেরিয়ে ঢোকেন তিনি। এদিক, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে রয়েছেন সাদা পোশাকের পুলিশ আধিকারিক-সহ পুলিশ কর্মীরা। ওমপ্রকাশের ঘরের বাইরেও সাদা পোশাকের মহিলা পুলিশকর্মীরা উপস্থিত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছিল ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। এই কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) বক্তব্য রাখতে শুরু করলেই অভব্য আচরণ শুরু করে বাম-অতিবাম সংগঠনগুলি। চেয়ার ভাঙচুর করা হয়। আক্রমণ করা হয় অধ্যাপকদের। বহু অধ্যাপক আক্রান্ত হন। আহত হন দুই পড়ুয়াও। কলকাতা হাই কোর্টের (Calcutta High court) নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে  বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের (Om Prakash Mishra) বিরুদ্ধে FIR দায়ের করা হয়।

সেই ঘটনার পরে এদিন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের যোগ দিতে গেলে ওমপ্রকাশকে ঢুকতে বাধা দেওয়া হয়। ঢোকার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। তাঁকে আটকানোর চেষ্টা করেন পড়ুয়াদের একাংশ। প্ল্যাকার্ড হাতে চলে স্লোগান। ওমপ্রকাশ হাতজোড় করে বলেন, “কাইন্ডলি আমাকে যেতে দিন। আমার যাওয়াটা দরকার।“ হাতজোড় করেই নিজের ঘরে ঢোকেন তিনি। ওমপ্রকাশ ঘরে ঢোকার পরে বাইরে প্ল্যাকার্ড হাতে বসে পড়েন পড়ুয়ারা। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে ওমপ্রকাশ বলেন, তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। ঘটনার দিন তাঁকেই শারীরিকভাবে হেনস্থা করে পড়ুয়ারা।
আরও খবর: ফের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়জয়কার, ব্যাকফুটে বিরোধীরা

এই পরিস্থিতিতে ক্যাম্পাসের বাইরে ও ভিতরে রয়েছে পুলিশ বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছেন সাদা পোশাকের পুলিশ। ওমপ্রকাশ মিশ্রের ঘরেও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। তবে, এই বিষয়ে ওমপ্রকাশ জানান, এই পুলিশ মোতায়েনের বিষেয় তাঁর কিছু জানা নেই। কারণ, বিশ্ববিদ্যালয়ে পুলিশ তিনি ডাকেননি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোলমাল নিয়ে মামলায় হাইকোর্টে বিচারপতি পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এদিকে এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ ঢোকা নিয়ে ক্ষুব্ধ এসএফআই। ক্যাম্পাসে পুলিশের আসা নিয়ে সহ-উপাচার্যের কাছে অভিযোগ জানাতে যান পড়ুয়ারা। সহ উপাচার্য জানান, পুলিশ কে ডেকছে- তাঁর জানা নেই। ওমপ্রকাশ মিশ্রও বলেন, “পুলিশ কেন এল, সে সম্পর্কে আমার কোনও ধারণা নেই।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version