Thursday, November 6, 2025

সাইবার প্রতারণার(cyber crime) শিকার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিকে তাদের টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ। সোমবার বিধাননগর পুলিশ কমিশনারেটে বিভিন্নভাবে প্রতারিত হওয়া ৩০ জনকে প্রায় ২ কোটি ৫ লক্ষ ২২ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশের ডিসি ডিডি কুলদীপ এস এস, সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোতোষ রাজ-সহ অন্যান্য আধিকারিকরা।প্রতারিতদের তালিকায় একদিকে যেমন রয়েছেন চিকিৎসক, তেমনই আছেন উপার্জনের চেষ্টা করা সাধারণ ঘরের মহিলারা। শিশুরোগ বিশেষজ্ঞ ও বিধাননগরের(bidhannagar) বাসিন্দা ডাঃ হিমানীশ চৌধুরী জানান, রেলের টিকিট বাতিলের জন্য তিনি একটি হেল্প ডেস্ক অ্যাপ ডাউনলোড করেছিলেন। এরপরেই তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় সাড়ে তিন লক্ষ টাকা উঠিয়ে নেয় প্রতারকরা।

প্রত্যেকেই তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সকলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তদন্ত করে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে তাদের ফিরিয়ে দেয় পুলিশ। খুশি সকলেই। এদিন পুলিশ জানিয়েছে, ডিজিটাল ব্যবস্থার যত তাড়াতাড়ি উন্নত হচ্ছে তত তাড়াতাড়ি প্রবীণরা এর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না। সেই কারণেই তাদেরকে ‘শিকার’ হিসেবে বেছে নিচ্ছে প্রতারকরা।পুলিশকর্তা বলেন, রিকভারি প্রসেসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২ কোটি টাকার উপরে ফিরিয়ে দিচ্ছি। সাইবার প্রতারকরা ব্যাঙ্কের স্টেটমেন্ট অ্যানালাইসিস করে। গত ৪-৫ মাসে ৭০-৮০ জন সাইবার ক্রিমিনাল ধরা পড়েছে। এনসিআরপি-তে অভিযোগ করে থানায় চলে আসুন।

 

 

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version