ট্রেলারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ার (Purulia) মফস্বলে। অনিয়ন্ত্রিত গতিতে এলাকায় ট্রেলার (trailer) ও অন্যান্য যানবাহন চলার অভিযোগে প্রায় তিন ঘণ্টা পথ অবরোধ (road block) করেন স্থানীয়রা। পরে পুলিশের তরফ থেকে যান নিয়ন্ত্রণ ও নজরদারির আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে।

মফস্বল থানার নাদিয়াড়া গ্রামে সোমবার ভোরে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সেই সময়ে বেপরোয়া গতিতে আসা একটি ট্রেলার (trailer) ওই সাইকেল আরোহীকে (cyclist) পিছন থেকে ধাক্কা মারে। ওই ব্যক্তি পড়ে গেলে তারে পিষে দিয়ে চলে যায় ওই ট্রেলার।


এরপরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, এলাকায় এভাবেই অনিয়ন্ত্রিত গতিতে যানবাহন চলে। কোনও নজরদারিও নেই। মৃতদেহ আটকে প্রায় তিনঘণ্টা তাঁরা বিক্ষোভ চালান। ফলে ছড়রা-নাদিয়াড়া সড়ক দীর্ঘক্ষণ যানজটে স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যান নিয়ন্ত্রণের আশ্বাস দেয়। দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সেই সঙ্গে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

–


–

–

–

–

–

–

–
