Wednesday, December 3, 2025

বেজে গেল মোহনবাগানে নির্বাচনের দামামা, দিন ঘোষণা ২০ মার্চ

Date:

Share post:

বেজে গেল মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা। সদ্য লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। সবুজ-মেরুন। আইএসএল লিগ শিল্ড জয়ের উৎসবের আমেজ পুরোপুরি কাটার আগেই নির্বাচনী দামামা বেজে গেল মোহনবাগান ক্লাবে। নির্বাচন করার পথে আরও একটা ধাপ এগোল শতাব্দীপ্রাচীন ক্লাব।

সোমবার দুপুরে ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত যে পাঁচ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে, আগামী ২০ মার্চ সেই বোর্ডের হাতে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করা হবে। সেদিনই সম্ভবত নির্বাচনের চূড়ান্ত দিন ঘোষণা করে দেওয়া হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ, সচিব দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু-সহ ক্লাবের অন্যান্য কর্তারা। ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্যের মতো প্রাক্তন ফুটবল তারকারাও।

এই নিয়ে সহ-সভাপতি কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘আজকের সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ মার্চ পরবর্তী বৈঠক। সেই বৈঠকে নির্বাচনী বোর্ডকে সব দায়িত্ব হস্তান্তর করা হবে। যার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সেই বোর্ডই ঠিক করবে, কবে নির্বাচন হবে এবং কী প্রক্রিয়াতে হবে।” তিনি আরও বলেন, ‘‘বর্তমান কর্মসমিতি বরাবরই চেয়েছিল, গত তিন বছরের বিপুল কর্মযজ্ঞ সত্ত্বেও নির্দিষ্ট সময়ের বাইরে ক্ষমতায় থাকবে না। সেটা বার্ষিক সভাতেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। সেভাবেই সব কাজ এগোচ্ছে। আমাদের ক্লাবের সংবিধান অনুযায়ী আইনি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করে ক্ষমতা হস্তান্তর করা।’’

সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘আমাদের কার্যকালে মোহনবাগান তিনবার ভারতসেরা হয়েছে। ২২ বছর পর হকি খেলতে নেমে চ্যাম্পিয়ন হয়েছি। ক্রিকেটে পি সেন ট্রফি জিতেছি। ক্লাবে প্রচুর উন্নয়ন হয়েছে। স্পোর্টস লাইব্রেরি হয়েছে। যে কোনও কমিটির কাছেই এই সাফল্য ঈর্ষণীয়। সবার একতার ফলেই যা সম্ভব হয়েছে।” ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর বক্তব্য, ‘‘অতীতেও অনেক সচিব এবং কর্মকর্তারা ক্লাবকে প্রচুর সাফল্য এনে দিয়েছেন। এখন ফুটবল বিনিয়োগকারীদের হাতে। তাই ফুটবলের সাফল্য ক্লাব সচিবকে দেব কি না জানি না। এর আগেও ক্লাব ত্রিমুকুট পেয়েছে। ক্রিকেটে ট্রফি জিতেছে।”

এদিকে, লিগ শিল্ড জয় উপলক্ষে সোমবার সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন করা হয়। তবে সেখানে কোনও ফুটবলার উপস্থিত ছিলেন না। লিগ শিল্ড জিতলেও, জোসে মোলিনার পাখির চোখ আইএসএল কাপ। সেই লক্ষ্যপূরণের আগে কোনও উৎসবে গা ভাসাতে চান না মোহনবাগান কোচ। অন্যদিকে, ক্লাব তাঁবুর পিছনে মালিদের জন্য নতুন ঘর তৈরি করা হয়েছে। তার উদ্বোধনও হবে ২০ মার্চ।

আরও পড়ুন- নিজের অবসর নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক, কী বললেন হিটম্যান?

spot_img

Related articles

Group C-Group D-র ‘যোগ্য’দের তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের, মিলবে বয়সজনিত ছাড়

২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি ও গ্রুপ ডির (Group C and Group D) 'যোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন...

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...