Saturday, November 8, 2025

বেজে গেল মোহনবাগানে নির্বাচনের দামামা, দিন ঘোষণা ২০ মার্চ

Date:

Share post:

বেজে গেল মোহনবাগান ক্লাবে নির্বাচনের দামামা। সদ্য লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে। সবুজ-মেরুন। আইএসএল লিগ শিল্ড জয়ের উৎসবের আমেজ পুরোপুরি কাটার আগেই নির্বাচনী দামামা বেজে গেল মোহনবাগান ক্লাবে। নির্বাচন করার পথে আরও একটা ধাপ এগোল শতাব্দীপ্রাচীন ক্লাব।

সোমবার দুপুরে ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত যে পাঁচ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে, আগামী ২০ মার্চ সেই বোর্ডের হাতে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করা হবে। সেদিনই সম্ভবত নির্বাচনের চূড়ান্ত দিন ঘোষণা করে দেওয়া হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ, সচিব দেবাশিস দত্ত, সৃঞ্জয় বসু-সহ ক্লাবের অন্যান্য কর্তারা। ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্যের মতো প্রাক্তন ফুটবল তারকারাও।

এই নিয়ে সহ-সভাপতি কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, ‘‘আজকের সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ মার্চ পরবর্তী বৈঠক। সেই বৈঠকে নির্বাচনী বোর্ডকে সব দায়িত্ব হস্তান্তর করা হবে। যার নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সেই বোর্ডই ঠিক করবে, কবে নির্বাচন হবে এবং কী প্রক্রিয়াতে হবে।” তিনি আরও বলেন, ‘‘বর্তমান কর্মসমিতি বরাবরই চেয়েছিল, গত তিন বছরের বিপুল কর্মযজ্ঞ সত্ত্বেও নির্দিষ্ট সময়ের বাইরে ক্ষমতায় থাকবে না। সেটা বার্ষিক সভাতেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। সেভাবেই সব কাজ এগোচ্ছে। আমাদের ক্লাবের সংবিধান অনুযায়ী আইনি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করে ক্ষমতা হস্তান্তর করা।’’

সচিব দেবাশিস দত্ত বলেন, ‘‘আমাদের কার্যকালে মোহনবাগান তিনবার ভারতসেরা হয়েছে। ২২ বছর পর হকি খেলতে নেমে চ্যাম্পিয়ন হয়েছি। ক্রিকেটে পি সেন ট্রফি জিতেছি। ক্লাবে প্রচুর উন্নয়ন হয়েছে। স্পোর্টস লাইব্রেরি হয়েছে। যে কোনও কমিটির কাছেই এই সাফল্য ঈর্ষণীয়। সবার একতার ফলেই যা সম্ভব হয়েছে।” ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর বক্তব্য, ‘‘অতীতেও অনেক সচিব এবং কর্মকর্তারা ক্লাবকে প্রচুর সাফল্য এনে দিয়েছেন। এখন ফুটবল বিনিয়োগকারীদের হাতে। তাই ফুটবলের সাফল্য ক্লাব সচিবকে দেব কি না জানি না। এর আগেও ক্লাব ত্রিমুকুট পেয়েছে। ক্রিকেটে ট্রফি জিতেছে।”

এদিকে, লিগ শিল্ড জয় উপলক্ষে সোমবার সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন করা হয়। তবে সেখানে কোনও ফুটবলার উপস্থিত ছিলেন না। লিগ শিল্ড জিতলেও, জোসে মোলিনার পাখির চোখ আইএসএল কাপ। সেই লক্ষ্যপূরণের আগে কোনও উৎসবে গা ভাসাতে চান না মোহনবাগান কোচ। অন্যদিকে, ক্লাব তাঁবুর পিছনে মালিদের জন্য নতুন ঘর তৈরি করা হয়েছে। তার উদ্বোধনও হবে ২০ মার্চ।

আরও পড়ুন- নিজের অবসর নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক, কী বললেন হিটম্যান?

spot_img

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...