Monday, August 25, 2025

ফের তৃণমূলের বৈঠকের দিনবদল। বৈঠক হবে ১৫ তারিখই। ভোটার তালিকা থেকে ভূতুড়ে ভোটার তাড়াতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তালিকায় সাফাইয়ে গড়ে দিয়েছেন কমিটি। গত বৃহস্পতিবার, সেই কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrejee)। সেদিনই জানানো হয়েছিল ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরে সেই দিন পরিবর্তন করে ১৬ তারিখ করা হয়। কিন্তু ফের দিন বদল করে ১৫ মার্চ বৈঠক বলে জানানো হল।

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভায় ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট (Voter List) পরিষ্কার করতে কমিটি গড়ে দেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য কমিটিতে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrejee), ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য, জগদীশ বসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। এই বিষয় নিয়ে ৬ মার্চ বৈঠকে বসেন কমিটির সদস্যরা। তবে, অন্য জরুরি কাজ থাকায় বৈঠকে থাকতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিন বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, ১৫ মার্চ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক হবে। কিন্তু হোলি উৎসব থাকায় পরে ওই বৈঠকেরই দিন বদল করে ১৬ তারিখ করা হয়।

তবে, সূত্রের খবর রবিবার তৃণমূল নেতৃত্বের জনসংযোগের কাজ থাকায় রবিবারের বদলে ফের শনিবার বৈঠকের কথা জানানো হয়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকের নতুন সূচির বিষয়ে দলের সর্বস্তরে জানিয়ে দেওয়া হয়েছে।

১৫ মার্চ, শনিবার বিকেল ৪টেয় ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। যোগ দেবেন তৃণমূলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা।

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version