Saturday, May 3, 2025

তরুণী কাজের জন্য হন্যে হয়ে ঘুরছিলেন। আর সেই কাজ খুঁজতে যাওয়াই কাল হল। মাঝবয়সী এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়।তিনি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। কায়দা করে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হয় হোটেলের ঘরে।সেকানেই ধর্ষণের শিকার হন ওই তরুণী।দক্ষিণ কলকাতায়(south calcutta) এই ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর কলকাতা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫৯ বছর বয়সী ধৃত ব্যক্তির নাম কীর্তি মেহতা।মাসখানেক আগে ওই ব্যক্তির সঙ্গে ২১ বছর বয়সী তরুণীর পরিচয় হয়। ওই তরুণী তার কাজের প্রয়োজনের কথা এই ভদ্রলোককে জানিয়েছিলেন। তারপরই তরুণীকে কাজ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়।

গত ৭ মার্চ ওই তরুণীকে ভবানীপুরের(bhabanipur) একটি হোটেলে নিয়ে যান কীর্তি।ওই হোটেলের একটি ঘরেই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।এমনকী, হুমকি দেওয়া হয়, ঘটনার কথা কাউকে বললে পরিণতি খারাপ হবে।অবশ্য ভয় না পেয়ে ভবানীপুর থানায় ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে রবিবার রাতে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী দিল্লির বাসিন্দা। কলকাতায় এক পানশালায় তিনি কাজ করেন। সম্প্রতি তিনি কাজের খোঁজ করছিলেন। শিয়ালদহ আদালতে ওই তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।তরুণীর মেডিকেল টেস্ট করার নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...

স্থানীয় মদতে পহেলগাম হামলা! মৌলানা আজহার-ইতিহাস স্মরণ করালেন ফারুক

জঙ্গিমুক্ত কাশ্মীরের যে প্রচার নরেন্দ্র মোদি ও তাঁর বিজেপি চালিয়েছে গোটা দেশজুড়ে, সেই বার্তা যে আদতে নিজেদের ব্যর্থতা...

রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ! পুলিশের তালিকায় ৮৩টি রেস্তরাঁ 

বড়বাজারের মেছুয়া এলাকায় ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর রুফটপ রেস্তরাঁ নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। কলকাতা পুরসভার তরফে...

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat...
Exit mobile version