Tuesday, November 11, 2025

কুস্তি সংস্থার নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার, ক্ষমতা ব্রিজভূষণের ঘনিষ্ঠেরই হাতে

Date:

ভারতীয় কুস্তি সংস্থার নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় সরকার। এদিন এমনটাই জানান হল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে। ভারতীয় কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং-এর হাতেই পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হল। যিনি প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ বলেই পরিচিত।

এদিন এই নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় খেলাধুলোর ভবিষ্যতের কথা ভেবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তাছাড়া সামনে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে। মার্চের শেষ সপ্তাহে জর্ডানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে। সেখানে অংশগ্রহণ না করতে পারলে সেপ্টেম্বরে জাগ্রেবে সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবেন না ভারতীয় কুস্তিগিররা। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে সেই বাধা রইল না । তবে বেশ কিছু শর্ত রেখেছে ক্রীড়া মন্ত্রক। যার মধ্যে আছে, কুস্তি সংস্থার সঙ্গে যিনি সরাসরি যুক্ত নন, তিনি সংস্থার কোনও কাজে থাকতে পারবেন না। শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই দায়িত্ব পাবেন। সেই সঙ্গে সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় কুস্তিগির নির্বাচনে যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেটাও দেখতে হবে। এমনটাই বলা হয়ে নির্দেশিকায়। তবে এতে কতটা ব্রিজভুষণের দাপট কম থাকবে তা নিয়ে প্রশ্ন থাকছে।

কারণ কিছু দিন আগে কুস্তি সংস্থার অফিস সরিয়ে নিয়ে যাওয়া ব্রিজভূষণের বাড়িতে। ফলে কুস্তি সংস্থার কাজে তিনি কোনও ভাবে যুক্ত থাকবেন না, তা মেনে নিতে পারছেন না অভিযোগকারী কুস্তিগিরেরা। ব্রিজভূষণ এক সময় ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ছিলেন। সেই সময় কুস্তিগিরদের যৌননিগ্রহ করেছেন বলে অভিযোগ করেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা। কুস্তিগিরেরা অভিযোগ করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে। যে কারণে তাঁকে কুস্তি সংস্থার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ব্রিজভূষণের বিরুদ্ধে দিল্লি কোর্টে এখনও যৌন হেনস্থার মামলা চলছে। যে কারণে তাঁর সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ নেই ভারতীয় কুস্তি সংস্থার। কিন্তু ঘুরপথে যে এখনও তিনি সংস্থাকে নিয়ন্ত্রণ করছেন, তা স্পষ্ট।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version