Tuesday, November 4, 2025

এনটিপিসি কর্তা খুনের মাস্টারমাইন্ড  কুখ্যাত দুষ্কৃতী আমন এনকাউন্টারে মৃত

Date:

কুখ্যাত দুষ্কৃতী আমন সাহু নিহত। ঝাড়খণ্ড পুলিশের সন্ত্রাসদমন শাখার (এটিএস) গুলিতে নিহত ।গুলিযুদ্ধে প্রাণ হারিয়েছেন আমন।পুলিশকর্মী রাকেশ কুমার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে মেদিনগরের মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। ছত্তিশগড়ের একটি জেলে দীর্ঘদিন বন্দি ছিলেন আমন।গত ৮ মার্চ হাজারিবাগে এনটিপিসির ডেপুটি জেনারেল ম্যানেজার কুমার গৌরবের ওপরে অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। ওই হত্যাকাণ্ডে নাম জড়ায় রায়পুর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার আমন সাহর। রায়পুরের জেলে থেকে ট্রানজিট রিমান্ডে রাঁচিতে নিয়ে আসা হচ্ছিল আমনকে। পলামুর কাছে পুলিশের গাড়ি দুর্ঘটনায় পড়ে। পুলিশের দাবি, সেই সুযোগে আমন আগ্নেয়ান্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এমনকি এটিএস সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় এটিএস। সেই সংঘর্ষে মৃত্যু হয় দুষ্কৃতী আমনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন, তোলাবাজি, অপহরণ-সহ শতাধিক মামলা রয়েছে এই কুখ্যাত দুষ্কৃতীর বিরুদ্ধে। ঝাড়খণ্ড, ছত্তিশগড় এমনকি এ রাজ্যেও বহু মামলা রয়েছে। এক ব্যবসায়ীর কাছে থেকে জোর করে ৫০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে বালিগঞ্জ থানাতেও আমনের বিরুদ্ধে মামলা রয়েছে। দিন কয়েক আগে ঝাড়খণ্ডের হাজারিবাগে এনটিপিসির এক আধিকারিক খুন হন। কী ভাবে ওই আধিকারিক খুন হলেন, কারা এই খুনে জড়িত, তা নিয়ে ঝাড়খণ্ডে পুলিশের কাছে স্পষ্ট কোনও তথ্য ছিল না।

এনটিপিসির আধিকারিক খুনে ঝাড়খণ্ড পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্য পুলিশের ডিজি অনুরাগ গুপ্ত সেই সময় দাবি করেন, এই খুনের ছক কষা হয়েছিল জেলের ভিতর থেকেই। তিন দুষ্কৃতী গ্যাং বিকাশ তিওয়ারি, আমন শ্রীবাস্তব এবং আমন সাহুর দিকেই অভিযোগের আঙুল ওঠে। সোমবারই ঝাড়খণ্ডের ডিজি জানান, এই হত্যা মামলায় জেরা করার জন্য রায়পুর পৌঁছেছে এটিএস। সেখানে জেলে বন্দি ছিলেন আমন সাহু। মঙ্গলবারই জানা যায়, এটিএস জওয়ানের হাত থেকে ইনসাস রাইফেল ছিনিয়ে পালনোর চেষ্টা করেছিলেন আমন। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালান। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে তার।

জানা গিয়েছে ১৭ বছর বয়স থেকেই অপরাধের দুনিয়ায় প্রবেশ আমনের। ঝাড়খণ্ডেই তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। মাওবাদীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ২০১৩ সালে নিজের একটি দল তৈরি করেন। সেই দল কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে তোলা তুলত। আড়াই বছর আগে ছত্তিশগড়ের কোরবায় গুলি করে কয়েক জনকে খুন করে। ১৭ থেকে ৩০ বছরের মধ্যে অপরাধের দুনিয়ায় দ্রুত হাত পাকায় আমন। লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল বলেও দাবি পুলিশের।

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version