Tuesday, November 4, 2025

দিল্লির দায়িত্ব নিতে নারাজ রাহুল, বিকল্প হিসাবে উঠে এল এই ক্রিকেটারের নাম

Date:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ২০২৫ আইপিএল । ইতিমধ্যে অংশগ্রহণকারী বেশিরভাগ দলই শুরু করে দিয়েছে প্রস্তুতি। তবে এখনও নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। মেগা লিলামের আগে ঋষভ পন্থকে ছেড়ে দেয় দিল্লি। নিলামে ১৪ কোটি টাকায় রাহুলকে কেনে দিল্লি। আর সূত্রের খবর রাহুলকেই দায়িত্ব নিতে বলে দিল্লি। কিন্তু নেতৃত্ব দিতে রাজি নন রাহুল। এক্ষত্রে অক্ষর প্যাটেলকে দলের পরবর্তী অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে।

সূত্রের খবর, রাহুলকে প্রথমে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এর আগে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু রাহুল দায়িত্ব নিতে চাইছেন না। তিনি শুধু ক্রিকেটার হিসাবে খেলতে চাইছেন। বাড়তি দায়িত্ব নিতে চাইছেন না। আর এরপরই উঠে আসে অক্ষরের নাম। অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হতে পারে। ২০১৯ সাল থেকে দিল্লিতে রয়েছেন অক্ষর। তাঁকে ১৮ কোটি টাকায় রিটেইন করে দিল্লি।

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। আইপিএলে দিল্লি প্রথম ম্যাচ ২৪ মার্চ। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। আগে লখনৌ-তেই ছিলেন রাহুল। অন্যদিকে দিল্লিতে ছিলেন ঋষভ পন্থ। যিনি এই মুহূর্তে লখনৌ-এর অধিনায়ক। রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল।

আরও পড়ুন- বিতর্ক বাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে, বড় পদক্ষেপ নিতে চলেছে পিসিবি : সূত্র

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version