Tuesday, November 4, 2025

বিক্রি হতে চলেছে সাউথ সিটি মল! কত টাকায় কোন সংস্থা কিনছে, জানেন

Date:

দক্ষিণ কলকাতার মানুষের অন্যতম প্রিয় সাউথ সিটি মল (South City Mall) এবার বিক্রি হতে চলেছে! কি চমকে গেলেন নাকি? আসলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি মালিকানা বদলে যেতে চলেছে পূর্ব ভারতের বৃহত্তম এই শপিংমলের। সেক্ষেত্রে কোন সংস্থা এই মল কিনছে বা কত টাকায় এটা বিক্রি হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই জেন জি-র মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে। অসমর্থিত সূত্রের খবর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকায় বিক্রি হয়ে যাচ্ছে কলকাতার সাউথ সিটি মল (South City Mall, Kolkata)।

উৎসবের মরসুম হোক বা সাধারণ কোনও দিন, সাউথ সিটি মলে সবসময় নানা প্রজন্মের মানুষের আনাগোনা। আর সেই মল কিনা এবার বিক্রি হতে বসেছে। জানা যাচ্ছে ভারতের অন্যতম বড় কর্পোরেট সংস্থা ব্ল্যাকস্টোন (Blackstone) নাকি সাউথ সিটি মল কিনতে চলেছে। এই সংস্থা সাধারণত জমি নিয়ে কারবার করে। এখনও পর্যন্ত নিশ্চিত কোনও খবর না মিললেও মনে করা হচ্ছে এই ডিলের মূল্য হতে পারে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার কাছাকাছি। প্রিন্স আনোয়ার শাহ রোডের সাউথ সিটি প্রকল্পের অধীনে পরিচালিত এই মল কলকাতার বেশ কয়েকটি রিয়েল এস্টেটের সমবেত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দেশ-বিদেশের একাধিক ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় এই মলের নানা বিপণিতে। আধুনিক মুভি থিয়েটার, গেমিং এরিনা, এক্সিকিউটিভ ফুড কোড লাউঞ্জ সবচাইতে আকর্ষণের অন্যতম কারণ। মলের মোট লিজ যোগ্য জায়গা ৮ লক্ষ বর্গফুট। পার্কিং সহ ১১ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এই মল অবস্থিত। এবার যারা এই শপিংমল কিনতে চলেছে সেই সংস্থার সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। ব্ল্যাকস্টোনের সম্পত্তির পরিমাণ বর্তমানে ১.১ ট্রিলিয়ন ডলার। ভারতীয় বাজারে কুড়ি বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে তারা। অফিস স্পেস এবং হোটেল খাতে সব থেকে বেশি বিনিয়োগ হয়েছে। এই ‘ডিল’ চূড়ান্ত হলে কলকাতার বুকে ব্ল্যাকস্টোনের এটাই প্রথম রিটেল মল অধিগ্রহণ হবে। ভারতে এই সংস্থার অন্যতম বিনিয়োগ হল নেক্সাস (Nexus) নামের একটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট যা হায়দরাবাদে তৈরি করা হয়েছে। ভারতের শপিংমল শিল্পে নিজেদের জায়গা শক্ত করার জন্যই ব্ল্যাকস্টোনের এই সাউথ সিটি মল অধিগ্রহণের প্ল্যানিং বলে খবর।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version