Tuesday, November 4, 2025

ধর্মের নামে জালিয়াতি করবেন না! নাম না করে ‘দলবদলু’ শুভেন্দুকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিভাজনের রাজনীতি নিয়ে বিধানসভায় (Assembly) বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। একের পরে এক তিরে বিদ্ধ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari)। বুধবার, কালো পোশাক পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়করা। সেই বিষয়কে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে চায় তাহলে কিছু বলার নেই। আপনি চাইলে অন্ধকার নিয়ে বাঁচুন। আপনি চাইলে কুৎসা নিয়ে বাঁচুন। কিন্তু দেশকে নষ্ট করবেন না।” এর পরই মমতার স্পষ্ট হুঁশিয়ারি, “ধর্মের নামে কোনও জালিয়াতি করবেন না।”

এদিন শুরুতেই ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়ার বিতর্ক মন্তব্য নিয়ে উত্তাল হয় বিধানসভা অধিবেশন। তৃণমূল বিধায়করা নিন্দা প্রস্তাব আনতেই তার প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। ফের এদিন কাগজ ছিঁড়ে প্রতিবাদে করেন তাঁরা।  এইর মধ্যেই বক্তৃতা দিতে উঠে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নাম না নিয়ে বলেন, “ইটস বেটার টু ইগনোর হিম। একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে যে কথা বলা হয়েছে সেটা কোনও মতেই কাম্য নয়।‌ সেটাকে ধিক্কার জানাই।“ মমতার কথায়, “আমি যদি বাইরে কিছু বলি তখন তো আপনারা সেটা নিয়ে আলোচনা করেন। বাইরে যদি আপনাদের অফিসিয়াল লিডার কিছু বলেন তাহলে কেন সেটা নিয়ে আলোচনা হবে না?“

তার পরেই দলবদলু শুভেন্দুকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ”যিনি এই কথা বলেছেন তাকে একদিন পস্তাতে হবে। তিনি তিনবার দল বদলেছেন। আগে কংগ্রেস করতেন, তারপর কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে এসেছিলেন। দলটাকে ঘেঁটে দেওয়ার জন্য। তারপর এখন বিজেপিতে গিয়েছেন।‌আগামী দিনে দেখবেন আবার কোনও দলে যাওয়ার জন্য রিকোয়েস্ট আসবে।” মোক্ষম খোঁচা মমতা বলেন, ”তুমি এখন শুধু জামাটা বলেছ। এই জামাটা আবার যেন না লাল জামায় পরিণত হয়।”

বিজেপি ধর্মের নামে বিভাজনের তীব্র নিন্দা কেন মুখ্যমন্ত্রী। বলেন, ”আপনাদের এই ধর্ম মানে শুধু মানুষ কে খুন করা, মানুষ কে কেটে ফেলা, টুকরো টুকরো করা। আপনারা সেই ধর্ম করছেন।” এর পরেই মমতার মন্তব্য, আপনাদের কাছ থেকে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে যে আমি কতটা হিন্দু। জালিয়াতি করবেন না। যাঁরা মানুষের কথা বলেন না, তাঁদের জন্য আমার ধিক্কার ছাড়া কিছুই নেই।
আরও খবর: এবার দোল ও হোলি উপলক্ষ্যে বসন্তোৎসব করছে রাজ্য সরকার, ধনধান্যে থাকবেন মুখ্যমন্ত্রী

গেরুয়া শিবিরকে উদ্দেশ্যে করে মমতা বলেন, ”আপনারা মুসলিমদের কেন টিকিট দেন না। আমি তো হিন্দুদের ৭৯ শতাংশ টিকিট দিই, তখন তো আপনারা কিছু বলেন না।” সব ধর্মকে রক্ষা করা এই চেয়ারের কর্তব্য। সেটা আমি করবই- স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...