Monday, August 25, 2025

সেমিনার রুমে খেলা দেখায় ইন্টার্নকে শোকজ, উত্তরবঙ্গ মেডিক্যালের ডিনকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

Date:

রবিবার (৯ মার্চ ২০২৫) চ্যাম্পিয়ন ট্রফির (Champions Trophy)ফাইনাল দেখা নিয়ে বিতর্ক শুরু, ঘটনার তিনদিনের মাথায় বুধবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College Hospital)ডিনকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের।রক্ত ঝরল ক্যাম্পাসে! জানা যায় ভারত -নিউজিল্যান্ডের ফাইনাল (India vs New Zealand Final) খেলার দিন দুপুরে কলেজের সেমিনার হলে ম্যাচ দেখেন হাউস স্টাফ, ইন্টার্নরা। এরপরেই সানি মান্না নামের এক ইন্টার্নকে শোকজ করা হয়। প্রতিবাদে বুধবার দেড়শো ছাত্রছাত্রী ডিন অনুপমা নাগকে (Anupama Nag)ঘেরাও করে। প্রথমে হাসপাতালে নিজের কক্ষে এবং পরে সন্ধ্যায় গাড়িতে ঘেরাও হন ডিন। তাঁর পদত্যাগের দাবিতে সরব বেশ কয়েকজন।উত্তেজনা ছড়ায় মেডিক্যাল কলেজ চত্বরে।

ডিন জানান, খেলা দেখা কোনও অ্যাকাডেমিক পার্ট-এর সঙ্গে যুক্ত নয়। এমনিতে খেলা দেখা খারাপ না। কিন্ত কলেজের সেমিনার হলে নানা ধরণের অনুষ্ঠান হয়। সেক্ষেত্রে এভাবে সকলে মিলে সেমিনার রুমে গিয়ে অপরিচ্ছন্ন করে রেখেছে। তাই তিনি জানতে চান কার অনুমতিতে এই কাজ হয়েছে। পড়ুয়ারা বলেছেন, ম্যাচ দেখার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অফিসিয়াল চিঠির কোনও উত্তর মেলেনি। এরপর প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়।ফাইনাল ম্যাচের দিন ফোনে তিনি খেলা দেখার অনুমতি দেন বলেই দাবি আয়োজকদের। এরপর সেমিনার হলে খেলা দেখানোর ব্যবস্থা হয়। কিন্তু তার পরও এক ইন্টার্নকে কেন শোকজ তা জানতে চেয়ে বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়াদের একাংশ। বিকেল পাঁচটার পর পড়ুয়াদের বাধা পেরিয়ে নিজের গাড়িতে ওঠেন ডিন অনুপমা নাগ। সেই সময় বনেটে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র সংসদের সদস্যরা। ইচ্ছাকৃতভাবেই ওই ইন্টার্নকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। ঘটনার জেরে পড়ুয়াদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক ছাত্র জখম হয়েছে বলেও খবর।

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version