Wednesday, January 21, 2026

দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলেই রাজ্যে চিরতরে মিটবে বিদ্যুতের সমস্যা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

Date:

Share post:

দেউচা পাঁচামি খনি থেকে কয়লা পাওয়া গেলে রাজ্যে বিদ্যুতের সমস্যা চিরতরে মিটে যাবে। পাশাপাশি ইউনিট পিছু দামও কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎ দফতরের আগামী অর্থ বর্ষের ৪ হাজার ১১৬ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট বরাদ্দ পেশ করে তিনি জানান, ইতিমধ্যেই এরাজ্যে বিদ্যুতের দাম বিজেপি শাসিত সব ডবল ইঞ্জিন রাজ্যের তুলনায় কম।

পরিসংখ্যান পেশ করে মন্ত্রী বলেন, ”বিদ্যুতের দামে আমরা ১৭ তম। ডবল ইঞ্জিন সরকারের থেকেও আমরা কম, বামপন্থীদের কেরলের থেকেও কম।কয়লার দাম বাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় এক পয়সা বৃদ্ধি করেননি। কেবল কুৎসা করে যাচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, মানুষের উপর বোঝা না চাপানো। দেউচা পাচামিতে উৎপাদন শুরু হলে আরও দাম কমবে বিদ্যুতের।

এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যা মেটাতে বিদ্যুৎ দফতর বদ্ধ পরিকর বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। এজন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেনন ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন জেলা মিলিয়ে মোট ৯৩৬ টি সাব স্টেশন রয়েছে। আরো ৫০ টি সাব স্টেশনের কাজ চলছে। যেগুলি তৈরির কাজ শেষ হলে লো ভোল্টেেজর সমস্যা অনেকটাই মিটে যাবে। একই সঙ্গে তিনি পরিসংখ্যান তুলে ধরে তিনি বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের দাবি জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শ্যামল মন্ডলের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ঝড়খালিতে নতুন সাব স্টেশন তৈরির জন্য জমি চিহ্নিত করণের কাজ চলছে। জমি পেলেই কাজ শুরু করা হবে। বিধায়ক অপূর্ব সরকারের প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎমন্ত্রী জানান, কৃষিকাজে সেচের কাজের জন্য ৫০ কোটি টাকা খরচ করা হবে। বিদ্যুৎমন্ত্রী বলেন, বিভিন্ন বিদ্যুৎ চালিত গাড়ির চার্জের জন্য সারা রাজ্য জুড়ে সাতশো ৬৩ টি ইভি চার্জিং স্টেশন তৈরি হয়েছে। আগামী অর্থ বর্ষে আরও ১৮৮ টি ইভি চার্জিং স্টেশনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের থেকে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে বলেও বিদ্যুৎমন্ত্রী অভিযোগ করেন। তবে কেন্দ্রীয় সরকারের বকেয়া অর্থ না পেলেও বিদ্যুৎ উন্নয়নের কাজ থমকে যাবে না, আগামী দিনে এই রাজ্য দেশের অন্যান্য রাজ্যে বিদ্যুৎ দেবে।

আরও পড়ুন- দোল-হোলিতে নিজের লেখা-সুর করা গান পোস্ট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

WBCS আধিকারিকদের পদোন্নতিতে বিশেষ উদ্যোগ রাজ্যের

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকদের পদোন্নতির পথ মসৃণ করল রাজ্য সরকার। বুধবার কর্মীবির্গ প্রশাসনিক...

পাশে অভিষেক: নন্দীগ্রামে SIR হেয়ারিংয়ে অসুস্থ বয়স্কদের শুশ্রুষায় ‘সেবাশ্রয়’

SIR শুনানিকে কেন্দ্র করে বয়স্কদের হয়রানির অভিযোগ ক্রমেই বাড়ছে। কেন্দ্রের ইশারায় নির্বাচন কমিশন (Election Commission) অপরিকল্পিতভাবে শুনানি প্রক্রিয়া...

জাতীয় ডিজিটাল মঞ্চে স্বীকৃত বাংলার শিক্ষা পোর্টাল: তথ্য় পেশ মুখ্যমন্ত্রীর

আরও এক পালক যুক্ত হল রাজ্যের শিক্ষা দফতরের মুকুটে। ই-লার্নিং এবং ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হল...

DGP নিয়োগে ৪৮ ঘণ্টার মধ্যে নামের প্রস্তাব UPSC-কে পাঠাতে হবে: রাজ্যকে নির্দেশ CAT-এর

রাজ্যের পরবর্তী ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP) নিয়োগ নিয়ে নির্দেশ দিল দিল্লির সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। ৪৮ ঘণ্টার...