Monday, December 1, 2025

সুষ্ঠুভাবে দোল-হোলি পালনে সতর্ক পুলিশ-প্রশাসন, কড়া নজর মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সপ্তাহান্তে দোলযাত্রা ও হোলি উৎসব। সুষ্ঠুভাবে উৎসব পালন করতে কলকাতা ও রাজ্য পুলিশের সমস্ত থানার ভারপ্রাপ্ত অফিসারদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার পাহারাদার হিসেবে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manaj Varma) এবং ডিজি রাজীব কুমার (Rajiv Kumar) দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন। বাড়তি সতর্কতা ও তৎপরতা থাকবে লালবাজারেও। প্রতিটি এলাকা, অঞ্চল ও ব্লকে সর্তক থাকবেন নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধিরাও।

দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সজাগ ও সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। পাহাড় থেকে সাগর- সর্বত্র রয়েছে যথেষ্ট নজরদারি। বাংলায় যে কোনও উৎসব বা মরশুমেই  রাত জেগে সব খবরাখবর রাখেন খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যোগাযোগ রেখে চলেন আমলা ও পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে। নিরবছিন্ন যোগাযোগ থাকে দলীয় নেতৃত্বের সঙ্গেও। সম্প্রীতির বাংলায় কোনও রকম উসকানি ও প্ররোচনা বরদাস্ত করবে না প্রশাসন। এধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবরবিশ্ব-স্বীকৃতি! এবার আন্তর্জাতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌স্বাস্থ্যসাথী’‌

শুক্রবার দোলর দিন সকাল থেকে রাস্তায় সতর্ক দৃষ্টি রাখবে ট্রাফিক পুলিশ। হেলমেটবিহীন বেপরোয়া গতির বাইক, চারচাকার গাড়ির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জেলা জুড়েও থাকছে বাড়তি সতর্কতা। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফে এই মর্মে সার্কুলার পাঠানো হয়েছে থানাগুলিতে। রঙের উৎসবকে সামনে রেখে জনসংযোগে মাতবেন সর্বস্তরের নেতা-জনপ্রতিনিধিরা।

spot_img

Related articles

এখানে স্লোগান নয়: শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের কণ্ঠরোধের ‘হুমকি’ মোদির!

বিহার নির্বাচনের অজুহাত দিয়ে বিরোধী দলগুলির মুখবন্ধ করার পন্থা যে স্বৈরাচারী মোদি সরকার বরাবর নিয়ে আসে, তার ব্যতিক্রম...

কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার নজির, রাজ্যে বন্ধ ১ কোটি জনধন অ্যাকাউন্ট

ঘটা করে দেশে ব্যাপক ব্যাঙ্কিং পরিষেবার উদাহরণ তুলে ধরতে দেশজুড়ে জনধন অ্যাকাউন্ট খুলেছিল মোদি সরকার। আবার ১০ বছর...

বিয়ে তো হল, হানিমুন কবে? এবার উত্তর দিলেন দিলীপ ঘোষ

ঘটা করে সকলের নজর কেড়েই বিয়েটা হয়েছিল। সেই সময়ই অপকটে বলেছিলেন - বিয়ে হল। হানিমুনও (honeymoon) যথা সময়ে...

পিছোল এসআইআর-এর সময়সীমা! ‘তাড়াহুড়ো’র বিরোধীতা করে কমিশনকে আক্রমণ চন্দ্রিমা–পার্থর

এসআইআর প্রক্রিয়ার নির্ঘণ্ট নিয়ে তীব্র রাজনৈতিক চাপানৌতনের মধ্যে অবশেষে এক সপ্তাহ পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ-সহ গোটা...