Monday, November 10, 2025

সুষ্ঠুভাবে দোল-হোলি পালনে সতর্ক পুলিশ-প্রশাসন, কড়া নজর মুখ্যমন্ত্রীর

Date:

সপ্তাহান্তে দোলযাত্রা ও হোলি উৎসব। সুষ্ঠুভাবে উৎসব পালন করতে কলকাতা ও রাজ্য পুলিশের সমস্ত থানার ভারপ্রাপ্ত অফিসারদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার পাহারাদার হিসেবে তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manaj Varma) এবং ডিজি রাজীব কুমার (Rajiv Kumar) দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন। বাড়তি সতর্কতা ও তৎপরতা থাকবে লালবাজারেও। প্রতিটি এলাকা, অঞ্চল ও ব্লকে সর্তক থাকবেন নেতা-মন্ত্রী-জনপ্রতিনিধিরাও।

দোল ও হোলি উৎসবকে কেন্দ্র করে রাজ্য জুড়ে সজাগ ও সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। পাহাড় থেকে সাগর- সর্বত্র রয়েছে যথেষ্ট নজরদারি। বাংলায় যে কোনও উৎসব বা মরশুমেই  রাত জেগে সব খবরাখবর রাখেন খোদ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যোগাযোগ রেখে চলেন আমলা ও পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে। নিরবছিন্ন যোগাযোগ থাকে দলীয় নেতৃত্বের সঙ্গেও। সম্প্রীতির বাংলায় কোনও রকম উসকানি ও প্ররোচনা বরদাস্ত করবে না প্রশাসন। এধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবরবিশ্ব-স্বীকৃতি! এবার আন্তর্জাতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌স্বাস্থ্যসাথী’‌

শুক্রবার দোলর দিন সকাল থেকে রাস্তায় সতর্ক দৃষ্টি রাখবে ট্রাফিক পুলিশ। হেলমেটবিহীন বেপরোয়া গতির বাইক, চারচাকার গাড়ির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জেলা জুড়েও থাকছে বাড়তি সতর্কতা। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফে এই মর্মে সার্কুলার পাঠানো হয়েছে থানাগুলিতে। রঙের উৎসবকে সামনে রেখে জনসংযোগে মাতবেন সর্বস্তরের নেতা-জনপ্রতিনিধিরা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version