Friday, August 22, 2025

যানজট – দুর্ঘটনা রোধে উদ্যোগ! এবার টোটো নিয়ন্ত্রণে নীতি তৈরি রাজ্যের

Date:

শহরতলি এলাকায় যানজট আর দুর্ঘটনা রোধেযানজট আর দুর্ঘটনা রোধে এবার টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনতে চাইছে রাজ্য প্রসাশন। এ-বিষয়ে পরিবহণ দফতর একটি  নীতি তৈরি করছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী একথা জানিয়েছেন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে পরিবহণমন্ত্রী জানান, শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মেটাতে ৭ হাজার অ-রেজিস্ট্রিকৃত টোটো নিয়ন্ত্রণের ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে।

মন্ত্রী জানান, প্রচুর যুবক সংসার চালানোর জন্য টোটো রাস্তায় নামায়। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে টোটো চালানোয় যানজট হয়। তাই টোটোর জন্য পৃথক গাইডলাইন তৈরি করা হচ্ছে। সরকার কিছু গাইড লাইন তৈরি করে টোটো নিয়ন্ত্রণ করার ও যানজট কমানোর চেষ্টা করছে। স্বীকৃত টোটো স্টিকার দিয়ে চিহ্নিত করা হচ্ছে। জনপ্রতিনিধি, প্রশাসন, পুরসভা, ইউনিয়নগুলি বসে স্থানীয়ভাবে রুট ঠিক করবে।  যাতে টোটো মূল রাস্তায় না এসে ভেতরের রাস্তা দিয়ে চলাচল করে। এর সঙ্গে শিলিগুড়ি শহরের সঙ্গে সঙ্গেই সারা রাজ্যের জন্য টোটো-নীতি তৈরি করছে পরিবহণ দফতর।

বিধায়কের প্রশ্নের উত্তরে পরিবহণমন্ত্রী আরও জানান, শিলিগুড়ি শহরে রেজিস্ট্রিকৃত ৪০০০ রিকশা চলে, সেগুলোকে কিউআর কোড দিয়ে নির্দিষ্ট রাস্তায় চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শিলিগুড়িতে আন্তঃরাজ্য ও আন্তঃরাজ্য বাস টার্মিনাস তৈরির ভাবনার কথাও পরিবহণমন্ত্রী বিধানসভায় এদিন জানিয়েছেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই শহরতলি এবং জেলায় অস্বাভাবিক হারে টোটো বৃদ্ধির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। টোটো নিয়ন্ত্রণে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতেও তিনি নির্দেশ দিয়েছেন। তবে তা কখনওই কাউকে কর্মহীন করে নয়।

আরও পড়ুন – সুষ্ঠুভাবে দোল-হোলি পালনে সতর্ক পুলিশ-প্রশাসন, কড়া নজর মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version