আফগান ক্রিকেট মহলে শোকের ছাঁয়া। সন্তানহারা হলেন আফগানিস্তানের ক্রিকেটার হজরতুল্লা জাজাই। তাঁর দুবছরের কন্যার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন সতীর্থ করিম জানাত। মর্মান্তিক ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বহু মানুষ সমবেদনা জানাচ্ছেন জাজাই ও তাঁর পরিবারকে।

জানাত সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘সকলের মতো আমিও অত্যন্ত শোকাহত। ভাইয়ের মতো ঘনিষ্ঠ বন্ধু হজরতুল্লা জাজাই তার শিশুকন্যাকে হারিয়েছে। অবিশ্বাস্য এই কঠোর সময়ে ওর এবং ওর পরিবারের জন্য আমার হৃদয় বেদনায় কাতর। প্রার্থনা করি এই মর্মান্তিক কঠিন সময়ের মধ্যে যাওয়ার শক্তি পাক ওরা। জাজাই এবং ওর পরিবারের সকলকে সমবেদনা জানাই।’’ ঠিক কী কারণে জাজাইয়ের শিশুকন্যার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।


২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাজাইয়ের। দেশের হয়ে এখনও পর্যন্ত ১৬টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। গত বছর ডিসেম্বরে শেষ জাতীয় দলের হয়ে খেলেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আফগানিস্তান দলেও জায়গা পাননি তিনি।

আরও পড়ুন- রঞ্জিট্রফিকে আকর্ষণীয় করে তুলতে বিশেষ বার্তা গাভাস্করের


–

–

–

–

–

–

–
