Friday, May 9, 2025

বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়? পাকিস্তানকে তোপ ভারতের বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

“সারা বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়?” পাকিস্তানের (Pakistan) অভিযোগের জবাবে তোপ দাগল ভারত। বালুচিস্তানে ট্রেনে বালোচ লিবারেশন আর্মির (BLA) হামলার পরেই ভারতের (India) বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান। তার সপাট জবাব দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার তিনি বলেন, “পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ আমরা খারিজ করছি”। তারপরেই তীব্র কটাক্ষ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, “সারাবিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়”।

গত মঙ্গলবার বালুচিস্তান সীমানায় যাত্রীবাহী জাফার এক্সপ্রেসে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। প্রায় ৫০০ যাত্রী-সহ ট্রেনের দখল নেয় তারা। ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানানো হয়। যদিও এই সময়সীমা পেটানোর আগেই সব কোনদিকে উদ্ধার করা হয়েছে বলে দাবি জানায় পাক সরকার। ঘটনায় প্রায় ৩৪ জন প্রাণ হারান। মৃত্যু হয় ট্রেনের দখল নেওয়া ৩৩ বিদ্রোহীরও। এই বিষয় নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে পাকিস্তান।

এর কড়া জবাব দেয় বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে বলা হয়, “পাকিস্তানের (Pakistan) আনা সব অভিযোগ ভিত্তিহীন। কোনও অভিযোগ আমরা মানছি না। আসলে দুনিয়া জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোন দেশ। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা আর ব্যর্থতার জন্য অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো।” বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, “অন্যদের ব্যর্থতা না-খুঁজে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার প্রতি নজর দিক।”

 

 

spot_img

Related articles

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...

সেনার প্রত্যাঘাতে সিপিএমের উপহাস! সবক শেখাল তৃণমূল

পহেলগাঁওয়ের বদলায় পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর সেই সাফল্য নিয়ে উপহাস করে সিপিএম। তারই পাল্টা...

রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি! এসটিএফ-এর জালে ২ যুবক

পেহেলগাম জঙ্গি হামলার জেরে গোটা দেশে ব্যাপক সতর্কতা জারি। রাজ্যেরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী...