Monday, August 11, 2025

বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়? পাকিস্তানকে তোপ ভারতের বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

“সারা বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়?” পাকিস্তানের (Pakistan) অভিযোগের জবাবে তোপ দাগল ভারত। বালুচিস্তানে ট্রেনে বালোচ লিবারেশন আর্মির (BLA) হামলার পরেই ভারতের (India) বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান। তার সপাট জবাব দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার তিনি বলেন, “পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ আমরা খারিজ করছি”। তারপরেই তীব্র কটাক্ষ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, “সারাবিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়”।

গত মঙ্গলবার বালুচিস্তান সীমানায় যাত্রীবাহী জাফার এক্সপ্রেসে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। প্রায় ৫০০ যাত্রী-সহ ট্রেনের দখল নেয় তারা। ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানানো হয়। যদিও এই সময়সীমা পেটানোর আগেই সব কোনদিকে উদ্ধার করা হয়েছে বলে দাবি জানায় পাক সরকার। ঘটনায় প্রায় ৩৪ জন প্রাণ হারান। মৃত্যু হয় ট্রেনের দখল নেওয়া ৩৩ বিদ্রোহীরও। এই বিষয় নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে পাকিস্তান।

এর কড়া জবাব দেয় বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে বলা হয়, “পাকিস্তানের (Pakistan) আনা সব অভিযোগ ভিত্তিহীন। কোনও অভিযোগ আমরা মানছি না। আসলে দুনিয়া জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোন দেশ। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা আর ব্যর্থতার জন্য অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো।” বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, “অন্যদের ব্যর্থতা না-খুঁজে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার প্রতি নজর দিক।”

 

 

spot_img

Related articles

ভয় পেয়ে মিথ্যাচার, কমিশনে যাওয়া হচ্ছে বলে সাংসদদের নিয়ে সোজা থানায় পুলিশ!

ভয় পেয়ে গেল কমিশন। বিরোধী সাংসদদের মুখোমুখি হয়ে চোখা চোখা প্রশ্ন সামাল দেওয়ার মতো মেরুদণ্ডে জোর নেই। তাই...

ইলিশের তেল-ঝাল-ঝোলে ‘বর্ষামঙ্গল’! ফরচুনের সহযোগিতায় আয়োজন বর্তমানের

ভোজনরসিক বাঙালির রসনা আরও কয়েকগুণ বড়ো হয়ে যায় বর্ষায়। কারণ অবশ্য জলের রূপোলি শস্য। মাথা থেকে ল্যাজা- এমনকী,...

দিল্লিতে নানা ভাষার ঐক্য: SIR প্রতিবাদে পুলিশি বাধার ‘কালো দিন’ নিয়ে সরব ঋতব্রত

দেশের জাতি, ধর্ম, ভাষার মধ্যে বিভেদের পাঁচিল তুলে ভোটের ফায়দা লোটার বিজেপির খেলা এবার শেষ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে...

ব্যর্থতা ঢাকতে ফিফার ঘারে দোষ চাপাচ্ছেন কল্যাণ!

ব্যর্থতা ঢাকতে এবার ফিফার ঘারে দোশ চাপাচ্ছেন ভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্রধান কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। তাঁর বিরুদ্ধে...