Monday, November 3, 2025

বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়? পাকিস্তানকে তোপ ভারতের বিদেশ মন্ত্রকের

Date:

“সারা বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়?” পাকিস্তানের (Pakistan) অভিযোগের জবাবে তোপ দাগল ভারত। বালুচিস্তানে ট্রেনে বালোচ লিবারেশন আর্মির (BLA) হামলার পরেই ভারতের (India) বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান। তার সপাট জবাব দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার তিনি বলেন, “পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ আমরা খারিজ করছি”। তারপরেই তীব্র কটাক্ষ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, “সারাবিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়”।

গত মঙ্গলবার বালুচিস্তান সীমানায় যাত্রীবাহী জাফার এক্সপ্রেসে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। প্রায় ৫০০ যাত্রী-সহ ট্রেনের দখল নেয় তারা। ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানানো হয়। যদিও এই সময়সীমা পেটানোর আগেই সব কোনদিকে উদ্ধার করা হয়েছে বলে দাবি জানায় পাক সরকার। ঘটনায় প্রায় ৩৪ জন প্রাণ হারান। মৃত্যু হয় ট্রেনের দখল নেওয়া ৩৩ বিদ্রোহীরও। এই বিষয় নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে পাকিস্তান।

এর কড়া জবাব দেয় বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে বলা হয়, “পাকিস্তানের (Pakistan) আনা সব অভিযোগ ভিত্তিহীন। কোনও অভিযোগ আমরা মানছি না। আসলে দুনিয়া জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোন দেশ। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা আর ব্যর্থতার জন্য অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো।” বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, “অন্যদের ব্যর্থতা না-খুঁজে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার প্রতি নজর দিক।”

 

 

Related articles

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...
Exit mobile version