Monday, August 11, 2025

বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়? পাকিস্তানকে তোপ ভারতের বিদেশ মন্ত্রকের

Date:

“সারা বিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়?” পাকিস্তানের (Pakistan) অভিযোগের জবাবে তোপ দাগল ভারত। বালুচিস্তানে ট্রেনে বালোচ লিবারেশন আর্মির (BLA) হামলার পরেই ভারতের (India) বিরুদ্ধে অভিযোগ করে পাকিস্তান। তার সপাট জবাব দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার তিনি বলেন, “পাকিস্তানের এই ভিত্তিহীন অভিযোগ আমরা খারিজ করছি”। তারপরেই তীব্র কটাক্ষ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, “সারাবিশ্ব জানে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোথায়”।

গত মঙ্গলবার বালুচিস্তান সীমানায় যাত্রীবাহী জাফার এক্সপ্রেসে হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। প্রায় ৫০০ যাত্রী-সহ ট্রেনের দখল নেয় তারা। ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানানো হয়। যদিও এই সময়সীমা পেটানোর আগেই সব কোনদিকে উদ্ধার করা হয়েছে বলে দাবি জানায় পাক সরকার। ঘটনায় প্রায় ৩৪ জন প্রাণ হারান। মৃত্যু হয় ট্রেনের দখল নেওয়া ৩৩ বিদ্রোহীরও। এই বিষয় নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে পাকিস্তান।

এর কড়া জবাব দেয় বিদেশ মন্ত্রক। বিবৃতি দিয়ে বলা হয়, “পাকিস্তানের (Pakistan) আনা সব অভিযোগ ভিত্তিহীন। কোনও অভিযোগ আমরা মানছি না। আসলে দুনিয়া জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোন দেশ। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা আর ব্যর্থতার জন্য অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো।” বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায়, “অন্যদের ব্যর্থতা না-খুঁজে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার প্রতি নজর দিক।”

 

 

Related articles

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা...

কমিশনের অভিযোগের তদন্ত শুরু রাজ্যের, নির্বাচনের কাজ থেকে অব্যাহতি ২ আধিকারিককে: জানালেন পন্থ

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। আপাতত...
Exit mobile version