মহাকাশে দুই স্যাটেলাইটের ‘করমর্দন’ (Space Docking) শেষ, একে অন্যের থেকে বিচ্ছিন্ন হলো তারা আর এই ঘটনার সঙ্গে ইতিহাস গড়ে ফেলল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ISRO জানিয়েছে, মহাশূন্যে স্বয়ংক্রিয়ভাবে ‘আনডকিং’ সম্পূর্ণ হয়েছে (successfully undocks spadex satellites)। এর ফলে ভবিষ্যতে নিজে নিজেই পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারবে ভারতীয় মহাকাশযানগুলি। স্পেডেক্স মিশনের এই সাফল্যে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

চলতি বছরের শুরুতে মহাকাশে স্বয়ংক্রিয় ভাবে ‘করমর্দন’ বা সংযুক্ত হয় ইসরোর (Indian Space Research Organisation) দুটি কৃত্রিম উপগ্রহ। এবার তারা নিজেরাই বিচ্ছিন্ন হতে সমর্থ হল। যার অর্থ আগামী দিনে, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে পাঠালে আর পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন হবে না। মহাকাশে দুই উপগ্রহকে একই বিন্দুতে অবস্থান করানোর নামই ‘স্পেস ডকিং’। এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। রাশিয়া, আমেরিকা, চিনের পর বিশ্বের চতুর্থ দেশে হিসাবে এই সাফল্য অর্জন ভারতের।

–

–
–

–

–

–

–

–

–

–
–