Tuesday, December 23, 2025

অভিষেকের বৈঠকে থাকছেন তৃণমূল স্তরের নেতারাও, অপেক্ষা বিকাল ৪টের

Date:

Share post:

কীভাবে ভুয়ো ভোটার খোঁজা। সেই সঙ্গে সঠিক ভোটারদের ভোটার তালিকায় (voter list) নাম থাকাকে নিশ্চিত করা। সেই কাজ তৃণমূলের তৃণমূলস্তরের নেতাদের কাঁধেই দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুথে লড়াই করা কর্মীদের কুর্নিশ জানিয়েছিলেন তিনি। সেই পথেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার ভূতুড়ে ভোটার (false voter) তাড়াতে দলের মেগা বৈঠকে শহর সভাপতি থেকে ব্লক সভাপতিরদেরও আমন্ত্রণ জানানো হল ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য।

রাজ্য কমিটি, সাংসদ, বিধায়ক, পুরপিতাদের আমন্ত্রণ তো আগেই নিশ্চিত ছিল শনিবারের মেগা বৈঠকে। প্রতিটি জেলার জেলা সভাপতি থেকে সভাধিপতি, চেয়ারম্যান থেকে শহর সভাপতি, পুরসভার ভাইস চেয়ারম্যানরাও এবার বৈঠকে যোগ দেবেন। সেই সঙ্গে থাকবেন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা শাখার নেতৃত্বরাও। নিজেদের এলাকায় ভোটার তালিকা (voter list) মূল্যায়নের কাজে যে কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন তাঁদের গুরুত্ব দিয়েই কাজ শুরুর বার্তা সাধারণ সম্পাদক অভিষেকের (Abhishek Banerjee)।

গোটা রাজ্যের তৃণমূলস্তরের এই নেতাদের আমন্ত্রণ জানিয়ে বৈঠকে যোগদানকারীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার হতে চলেছে। শনিবার বিকাল ৪টেয় বৈঠক শুরুর আগেই সব নেতৃত্বের কাছে বৈঠকে যোগ দেওয়ার লিঙ্ক (link) চলে যাবে। ভুয়ো ভোটার (false voter) খোঁজার কমিটি দলনেত্রী তৈরি করে দেওয়ার পরে সেই কমিটির প্রথম বৈঠকে ৬ মার্চ যোগ দিতে পারেননি অভিষেক। তখনই রাজ্য সভাপতি সুব্রত বকসি (Subrata Bakshi) জানিয়েছিলেন ১৫ মার্চ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

পর্যটন প্রচারে নয়া উদ্যোগ! শীতের আমেজে শুরু ঝাড়গ্রাম উৎসব 

শীতের আমেজে উৎসবমুখর ঝাড়গ্রাম। পর্যটকদের আকর্ষণ বাড়াতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। কুমুদ...

চার্চে ফাদারের ঘাড় ধরে হুমকি! যোগীরাজ্যে ‘ধর্মান্তরিত বাংলাদেশি’র হিন্দুত্বের হুংকার

অন্য ধর্মের উপর আঘাত বিজেপি শাসিত রাজ্যে নতুন নয়। তবে এবার খ্রীষ্টান ধর্মের এক ফাদারের ঘাড় ধরে হুমকি...

অবসরের পর বলিউডের হিরো! নেটফ্লিক্সের ভিডিও-তে রোহিতের ছক্কা

টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা( Rohit Sharma)। বিজয় হাজারেতে খেলার...

মানুষের জীবনের মূল্য দিতে হবে, দূষণ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

শীতকালে দূষণ দেশের বিভিন্ন রাজ্যেই একটা বড় সমস্যা।  মুম্বইয়ের দূষণ(Maharashtra Pollution) পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের। দিল্লির...