Tuesday, November 4, 2025

অভিষেকের বৈঠকে থাকছেন তৃণমূল স্তরের নেতারাও, অপেক্ষা বিকাল ৪টের

Date:

Share post:

কীভাবে ভুয়ো ভোটার খোঁজা। সেই সঙ্গে সঠিক ভোটারদের ভোটার তালিকায় (voter list) নাম থাকাকে নিশ্চিত করা। সেই কাজ তৃণমূলের তৃণমূলস্তরের নেতাদের কাঁধেই দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুথে লড়াই করা কর্মীদের কুর্নিশ জানিয়েছিলেন তিনি। সেই পথেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার ভূতুড়ে ভোটার (false voter) তাড়াতে দলের মেগা বৈঠকে শহর সভাপতি থেকে ব্লক সভাপতিরদেরও আমন্ত্রণ জানানো হল ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য।

রাজ্য কমিটি, সাংসদ, বিধায়ক, পুরপিতাদের আমন্ত্রণ তো আগেই নিশ্চিত ছিল শনিবারের মেগা বৈঠকে। প্রতিটি জেলার জেলা সভাপতি থেকে সভাধিপতি, চেয়ারম্যান থেকে শহর সভাপতি, পুরসভার ভাইস চেয়ারম্যানরাও এবার বৈঠকে যোগ দেবেন। সেই সঙ্গে থাকবেন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা শাখার নেতৃত্বরাও। নিজেদের এলাকায় ভোটার তালিকা (voter list) মূল্যায়নের কাজে যে কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন তাঁদের গুরুত্ব দিয়েই কাজ শুরুর বার্তা সাধারণ সম্পাদক অভিষেকের (Abhishek Banerjee)।

গোটা রাজ্যের তৃণমূলস্তরের এই নেতাদের আমন্ত্রণ জানিয়ে বৈঠকে যোগদানকারীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার হতে চলেছে। শনিবার বিকাল ৪টেয় বৈঠক শুরুর আগেই সব নেতৃত্বের কাছে বৈঠকে যোগ দেওয়ার লিঙ্ক (link) চলে যাবে। ভুয়ো ভোটার (false voter) খোঁজার কমিটি দলনেত্রী তৈরি করে দেওয়ার পরে সেই কমিটির প্রথম বৈঠকে ৬ মার্চ যোগ দিতে পারেননি অভিষেক। তখনই রাজ্য সভাপতি সুব্রত বকসি (Subrata Bakshi) জানিয়েছিলেন ১৫ মার্চ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...