অভিষেকের বৈঠকে থাকছেন তৃণমূল স্তরের নেতারাও, অপেক্ষা বিকাল ৪টের

এলাকায় ভোটার তালিকা (voter list) মূল্যায়নের কাজে যে কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন তাঁদের গুরুত্ব দিয়েই কাজ শুরুর বার্তা সাধারণ সম্পাদক অভিষেকের (Abhishek Banerjee)

কীভাবে ভুয়ো ভোটার খোঁজা। সেই সঙ্গে সঠিক ভোটারদের ভোটার তালিকায় (voter list) নাম থাকাকে নিশ্চিত করা। সেই কাজ তৃণমূলের তৃণমূলস্তরের নেতাদের কাঁধেই দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুথে লড়াই করা কর্মীদের কুর্নিশ জানিয়েছিলেন তিনি। সেই পথেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার ভূতুড়ে ভোটার (false voter) তাড়াতে দলের মেগা বৈঠকে শহর সভাপতি থেকে ব্লক সভাপতিরদেরও আমন্ত্রণ জানানো হল ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য।

রাজ্য কমিটি, সাংসদ, বিধায়ক, পুরপিতাদের আমন্ত্রণ তো আগেই নিশ্চিত ছিল শনিবারের মেগা বৈঠকে। প্রতিটি জেলার জেলা সভাপতি থেকে সভাধিপতি, চেয়ারম্যান থেকে শহর সভাপতি, পুরসভার ভাইস চেয়ারম্যানরাও এবার বৈঠকে যোগ দেবেন। সেই সঙ্গে থাকবেন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা শাখার নেতৃত্বরাও। নিজেদের এলাকায় ভোটার তালিকা (voter list) মূল্যায়নের কাজে যে কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন তাঁদের গুরুত্ব দিয়েই কাজ শুরুর বার্তা সাধারণ সম্পাদক অভিষেকের (Abhishek Banerjee)।

গোটা রাজ্যের তৃণমূলস্তরের এই নেতাদের আমন্ত্রণ জানিয়ে বৈঠকে যোগদানকারীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার হতে চলেছে। শনিবার বিকাল ৪টেয় বৈঠক শুরুর আগেই সব নেতৃত্বের কাছে বৈঠকে যোগ দেওয়ার লিঙ্ক (link) চলে যাবে। ভুয়ো ভোটার (false voter) খোঁজার কমিটি দলনেত্রী তৈরি করে দেওয়ার পরে সেই কমিটির প্রথম বৈঠকে ৬ মার্চ যোগ দিতে পারেননি অভিষেক। তখনই রাজ্য সভাপতি সুব্রত বকসি (Subrata Bakshi) জানিয়েছিলেন ১৫ মার্চ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।