ইএম বাইপাসে দুর্ঘটনা, সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা চারচাকার 

শুক্রবার সকালে সুভাষ সরোবরের কাছে ইএম বাইপাসে দুর্ঘটনা (Accident in EM Bypass) । সিগন্যালে দাঁড়িয়ে থাকা অ্যাপক্যাবে তীব্রগতিতে ধাক্কা পিছন থেকে আসা চার চাকার। অভিঘাতের জেরে পিছনের গাড়ির এয়ার ব্যাগ বেরিয়ে আসে। দুর্ঘটনায় আহত অ্যাপ ক্যাবের যাত্রী। সামান্য আহত হয়েছেন চারচাকা গাড়ির চালকও। তিনি মদ্যপ ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানাচ্ছেন, ক্যাব চালকের কোনও দোষ ছিল না। তিনি সুভাষ সরোবরের কাছে সিগন্যাল মেনেই দাঁড়িয়ে ছিলেন। পিছনের গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল এবং নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে। দুটি গাড়িই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পুলিশ গাড়িগুলিকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।