Monday, May 19, 2025

ঘোষিত আইএসএল-এর প্লে-অফের সূচি, ফাইনাল ১২ এপ্রিল

Date:

Share post:

অবশেষে ঘোষিত আইএসএল-এর প্লে-অফের সূচি। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে আইএসএল-এর নকআউট পর্ব। আইএসএল ফাইনাল আগামী ১২ এপ্রিল। ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই পর্ব মিলিয়ে হবে সেমিফাইনাল। এদিন এমনটাই জানান হয় আইএসএল-এর পক্ষ থেকে।

এদিন আইএসএল-এর পক্ষ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, প্লে-অফ পর্ব শুরু হবে ২৯ ও ৩০ মার্চ। এরপর ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই পর্বের সেমিফাইনাল হবে। ফাইনাল ম্যাচটি হবে ১২ এপ্রিল, শনিবার। যেহেতু মোহনবাগান শীর্ষে থেকে এবং গোয়া দ্বিতীয় স্থানে থেকে লিগ-পর্ব শেষ করেছে, তাই এই দু’টি দল সরাসরি সেমিফাইনালে খেলবে। ফর্ম্যাট অনুযায়ী তৃতীয় স্থানাধিকারী বেঙ্গালুরু এফসি ও ষষ্ঠ স্থানাধিকারী মুম্বাই সিটি এফসি খেলবে নকআউট ১-এ, যা হবে ২৯ মার্চ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। অন্যদিকে চতুর্থ স্থানাধিকারী দল নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং পঞ্চম স্থানাধিকারী দল জামশেদপুর এফসি খেলবে নকআউট ২-এ, যা হবে নর্থইস্টের ঘরের মাঠে, অর্থাৎ গুয়াহাটি বা শিলংয়ে

এদিকে এবারের লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও দ্বিতীয় স্থানাধিকারী এফসি গোয়া সরাসরি সেমিফাইনাল খেলবে, যা হবে দুটি লেগে। মোহনবাগান মুখোমুখি হবে নকআউট ২-এর বিজয়ীর বিরুদ্ধে। মোহনবাগানের প্রথম লেগ হবে ৩ এপ্রিল অ্যাওয়েতে, আর দ্বিতীয় লেগ হবে ৭ এপ্রিল হোমে। অন্যদিকে গোয়া খেলবে নকআউট ১-এর বিজয়ীর সাথে। প্রথম লেগ হবে ২ এপ্রিল ও দ্বিতীয় লেগ হবে ৬ এপ্রিল। ১২ এপ্রিল ফাইনাল কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। কোন দু’টি দল ফাইনালে উঠছে তার উপর নির্ভর করছে ম্যাচের কেন্দ্র। নিয়ম অনুযায়ী, যে দুটি দল ফাইনালে যোগ্যতা অর্জন করবে, তাদের মধ্যে যেদল এবারের লিগে উপরের দিকে ছিল, তাদের ঘরের মাঠে হবে ফাইনাল।

আরও পড়ুন- রং-এর উৎসবে মাতল কেকেআর, ছবি পোস্ট নাইটদের

spot_img

Related articles

বিজেপির গুজরাতে মন্ত্রীর ছেলের দুর্নীতির নয়া কীর্তি! একশো দিনের বরাদ্দ টাকা চুরি করে জেলে

একশো দিনের কাজে বাংলা এক নম্বর। তারপরও কুৎসা আর অপপ্রচার চালিয়ে বাংলার বরাদ্দ ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্ধ...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...

টাইম মেশিন থেকে ফেসবুক: ছোটদের মনের গল্প নিয়ে মুক্তি পেল ‘প্রফেসর রে’

ওটিটি আর সিরিজের ভিড়ে কবেই হারিয়ে গিয়েছে গুপি-বাঘা। কার্টুন চ্যানেলেও মন বসে না ছোটদের। মোবাইলের দৌরাত্ম্যে ছোটদের কল্পনাশক্তিও...