Tuesday, November 11, 2025

পরিবার নিয়ে বিসিসিআই-এর কড়া নিয়ম, এই নিয়ে এবার মুখ খুললেন বিরাট

Date:

সম্প্রতি বর্ডার-গাভাস্কর ট্রফির ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটার জন্য একাধিক কড়া নিয়ম সামনে আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই যে একাধিক ফতোয়া জারি করেছে ভারতীয় দলের উপর, তার মধ্যে অন্যতম হল পরিবারের সদস্যদের ৪৫ দিনের কম সফরের ক্ষেত্রে ক্রিকেটারেরা নিয়ে যেতে পারেন না। যা নিয়ে প্রচুর সমালোচনা উঠেছিল খোদ দলের অন্দরমহলে। এই নিয়ে আগে মুখ খুলেছিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা। আর এই নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি।

এই নিয়ে বিরাট এক অনুষ্ঠানে বলেন, ‘‘মনে হয় না মানুষ পরিবারের মূল্যবোধ সম্পর্কে কিছু বোঝে। আমি খুব হতাশ। মনে হয়, যাঁরা এই বিষয়গুলির সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়, তাঁদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাঁদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য পারফরম্যান্স খারাপ হয়। মাঠে কঠিন সময় কাটানোর পর পরিবারকে কাছে পাওয়া গুরুত্বপূর্ণ। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না।“

এখানেই না থেমে বিরাট আরও বলেন, “রোজ জীবনে কঠিন কিছু ঘটে। কঠিন পরিস্থিতিতে পরিবার পাশে থাকলে স্বাভাবিক থাকা যায়। স্বাভাবিক থাকলে তবেই তো দায়িত্ব পালন করা যাবে। আমি অন্তত পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। ঘরে কেউ একা একা বিমর্ষ ভাবে থাকতে চায় না।“

অস্ট্রেলিয়া সফরের পর বিসিসিআই এই বিধিনিষেধ আনে । আর এই বিষয়টি খেলোয়াড়দের মানসিক সমস্যায় ফেলছে, সেটি জানালেন বিরাট।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...
Exit mobile version