Thursday, August 28, 2025

ধর্মের তাসে বাংলা জয়ের চেষ্টা! বিজেপি আবার রাজনৈতিক বিশ্লেষক নির্ভর

Date:

একসময় বিজেপির হাত ধরেই গোটা দেশের রাজনীতিতে রাজনৈতিক বিশ্লেষণ (political analyst) দিয়ে ভোটে জেতার পথ খোঁজা শুরু হয়েছিল। একটা দীর্ঘ সময় সেই নীতিতে জয় পেলেও আদতে জনবিচ্ছিন্ন বাংলার বিজেপি (BJP) রাজনৈতিক বিশ্লেষক দিয়েও দাঁত ফোটাতে পারেনি এই রাজ্যে। ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে আর একবার রাজনৈতিক বিশ্লেষক নিয়োগের পথে রাজ্য বিজেপি। সেই নিয়োগে স্পষ্ট করে দেওয়া হল বাংলায় হিন্দুত্বের তাস খেলে ভোটে জিততে চায় শুভেন্দুর নেতৃত্বাধীন দল।

রাজনৈতিক বিশ্লেষক (political analyst) নিয়োগের তোড়জোড় বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে দেখার পর সম্প্রতি বিরোধী দলগুলিও শুরু করে দিয়েছে। বামেরাও সেই পথে পিছিয়ে নেই। এবার বিজ্ঞাপন দিয়ে নিয়োগের পথে বিজেপি (BJP)। তবে তাদের নিযুক্ত বিশ্লেষকদের হিন্দুত্ববাদী (Hindu) হতে হবে বলেই বিজ্ঞাপনে জানানো হয়েছে।

স্নাতক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বাইক চালানো, কম্পিউটারে দক্ষতাসহ একাধিক মাপকাঠি রাখা হয়েছে। এই পদে নিয়োগে সেক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সদস্যদের আবেদন করতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিজেপি ছাড়া যে কোনও হিন্দুত্ববাদী (Hindu) সংগঠনের সদস্যদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।

২০২৬ এর বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে যখন তৃণমূল ভোটার তালিকা ইস্যুকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে, সেখানে বিজেপির ভরসা রাজনৈতিক বিশ্লেষক। আগেও রাজনৈতিক বিশ্লেষক সংস্থা আইপ্যাকের উপর ভরসা করে তৃণমূল কাজ করেছে। তবে সেখানে প্রধান গুরুত্ব পেয়েছিল দলীয় কর্মী থেকে নেতৃত্বরাই। বাংলায় বিজেপি ক্রমশ যেভাবে জমি হারাচ্ছে তাতে মাঠে নেতাদের খুঁজে পাওয়া দায়। তাই এবার মাঠে নেমে কাজ করার জন্য নিয়োগ করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version